আরো এক মাস্টারমাইন্ডের পরিচয় ফাঁস! | Bangla Affairs
১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আরো এক মাস্টারমাইন্ডের পরিচয় ফাঁস!

নিউজ ডেস্ক
  • সময় ০৯:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / 199

রিফদ

এ যেন মাস্টারমাইন্ড হওয়ার প্রতিযোগিতা চলছে। ৫ আগস্টের পরিকল্পনা এবং বাস্তবায়নে নিজেদের কৃতিত্ব নিতে একের পর এক নিজেকে মাস্টারমাইন হিসাবে দাবি করছেন।

রিফদ-২
রিফদ-২

এরই ধারাবাহিকতায় নিজেকে গণঅভ্যুত্থানের পলিসি মেকার, স্ট্র্যাটেজি মেকার বলে দাবি করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। একই সঙ্গে তিনি নিজেকে ‘আমি এই স্টেটের অথোরিটি, গণ অভ্যুত্থানের স্ট্যাবলিশড লিডার, অসহযোগ আন্দোলনসহ একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার ঘোষক’ হিসেবে তুলে ধরলেন।

ফেসবুক ওয়ালে একটি পোস্টকে কেন্দ্র করে বিতর্কের এক পর্যায়ে শিক্ষার্থী ফয়সল নূরকে উদ্দেশ্য করে অন্যতম সমন্বয়ক রিফদ রশিদ বলেন, আপনার ক্যান মনে হইলো আমাকে কেউ নির্দেশ দেয়? কারা বটের মতো করে আমরা জানি ভাই। আমি এই গণঅভ্যুত্থানের পলিসি মেকার, স্ট্র্যাটেজি মেকার। আমি আমার প্লাটফর্মের প্রাইম পলিসি মেকারের একজন। আপনি আপনার টোটাল পলিটিকাল লাইফে একটা সিঙ্গেল পলিসি আপনার হল কমিটির জন্যেও বানাইতে পারেন নাই, আপনার সেই অথোরিটিই এখনো হয় নাই।

রিফদ-৩
রিফদ-৩

আমি এই স্টেটের অথোরিটি, গণ অভ্যুত্থানের স্ট্যাবলিশড লিডার, অসহযোগ আন্দোলন সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার ঘোষক। আমার একটা স্টেটমেন্ট এর দাম আপনার পলিটিকাল ক্যারিয়ার এর চেয়েও বেশি। আপনি বড়ভাই, অনেক কিছু কইতে পারেন। কিন্তু আমার এজেন্সি অস্বীকার করলে আমি খুব কঠোর ভাষায় উপযুক্ত জবাব দিবো। আমার কাছে আমার ‘সেল্ফ এজেন্সি’ অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি। এদিকে তার এমন দাবিকে নেতিবাচকভাবেই নিলেন অন্যরা। তার কমেন্টেসের প্রতিক্রিয়ায় অধিকাংশই অসন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

আরো এক মাস্টারমাইন্ডের পরিচয় ফাঁস!

সময় ০৯:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

এ যেন মাস্টারমাইন্ড হওয়ার প্রতিযোগিতা চলছে। ৫ আগস্টের পরিকল্পনা এবং বাস্তবায়নে নিজেদের কৃতিত্ব নিতে একের পর এক নিজেকে মাস্টারমাইন হিসাবে দাবি করছেন।

রিফদ-২
রিফদ-২

এরই ধারাবাহিকতায় নিজেকে গণঅভ্যুত্থানের পলিসি মেকার, স্ট্র্যাটেজি মেকার বলে দাবি করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। একই সঙ্গে তিনি নিজেকে ‘আমি এই স্টেটের অথোরিটি, গণ অভ্যুত্থানের স্ট্যাবলিশড লিডার, অসহযোগ আন্দোলনসহ একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার ঘোষক’ হিসেবে তুলে ধরলেন।

ফেসবুক ওয়ালে একটি পোস্টকে কেন্দ্র করে বিতর্কের এক পর্যায়ে শিক্ষার্থী ফয়সল নূরকে উদ্দেশ্য করে অন্যতম সমন্বয়ক রিফদ রশিদ বলেন, আপনার ক্যান মনে হইলো আমাকে কেউ নির্দেশ দেয়? কারা বটের মতো করে আমরা জানি ভাই। আমি এই গণঅভ্যুত্থানের পলিসি মেকার, স্ট্র্যাটেজি মেকার। আমি আমার প্লাটফর্মের প্রাইম পলিসি মেকারের একজন। আপনি আপনার টোটাল পলিটিকাল লাইফে একটা সিঙ্গেল পলিসি আপনার হল কমিটির জন্যেও বানাইতে পারেন নাই, আপনার সেই অথোরিটিই এখনো হয় নাই।

রিফদ-৩
রিফদ-৩

আমি এই স্টেটের অথোরিটি, গণ অভ্যুত্থানের স্ট্যাবলিশড লিডার, অসহযোগ আন্দোলন সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার ঘোষক। আমার একটা স্টেটমেন্ট এর দাম আপনার পলিটিকাল ক্যারিয়ার এর চেয়েও বেশি। আপনি বড়ভাই, অনেক কিছু কইতে পারেন। কিন্তু আমার এজেন্সি অস্বীকার করলে আমি খুব কঠোর ভাষায় উপযুক্ত জবাব দিবো। আমার কাছে আমার ‘সেল্ফ এজেন্সি’ অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি। এদিকে তার এমন দাবিকে নেতিবাচকভাবেই নিলেন অন্যরা। তার কমেন্টেসের প্রতিক্রিয়ায় অধিকাংশই অসন্তোষ প্রকাশ করেছেন।