১৪ জনই রোহিঙ্গা জেলে
আরাকান আর্মির কাছে জিম্মি ২৯ জেলেকে ফেরত আনলো বিজিবি

- সময় ১০:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
- / 115
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মি কর্তৃক অপহৃত ২৯ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন জেটি ঘাটে তাদের ফিরিয়ে আনা হয় বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
তিনি জানান, ফেরত আসা জেলেদের মধ্যে ১৫ জন বাংলাদেশি ও ১৪ জন রোহিঙ্গা নাগরিক। বিজিবি অপহৃত জেলেদের উদ্ধার করতে আরাকান আর্মির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে এবং দীর্ঘ প্রচেষ্টার পর তাদের ফিরিয়ে আনতে সক্ষম হয়।
লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্ত এলাকায় অস্থিরতা বিরাজ করছে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমারের বাংলাদেশ সীমান্তসংলগ্ন বেশিরভাগ এলাকা দখল করে রেখেছে, যার ফলে নাফ নদীতে মাছ ধরার সময় জেলেদের অপহরণের ঘটনা ঘটছে। অপহৃত জেলেরা দীর্ঘদিন ধরে তাদের হেফাজতে ছিল।”
তিনি আরও জানান, জেলেদের ফেরত আনার পর তাদের পরিচয় যাচাই করা হচ্ছে। পরে তাদের টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে, যাতে স্বজনদের কাছে নিরাপদে ফিরে যেতে পারেন।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে মিয়ানমারে আটক জেলেদের ফিরিয়ে আনতে দুটি কাঠের ট্রলারসহ বিজিবির একটি দল মংডুর উদ্দেশে রওনা হয় এবং সফলভাবে তাদের উদ্ধার করে।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি নাফ নদীর টেকনাফ জেটি ঘাট এলাকাসহ বিভিন্ন পয়েন্ট থেকে চারটি ট্রলারসহ ১৯ জেলেকে ধরে নিয়ে গিয়েছিল। এর আগে গত ১০ ফেব্রুয়ারি নাফ নদীর মোহনা সংলগ্ন এলাকা থেকে দুটি ট্রলারসহ চার জেলেকে এবং গত বছর ১৬ নভেম্বর নাফ নদীর উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত থেকে ছয় জেলেকে ধরে নিয়ে যায়।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited