ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আমরণ অনশনে জবি’র ১১ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • সময় ১২:১৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
  • / 19

জবিতে গণ অনশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অস্থায়ী আবাসন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবিতে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়টির ১১ শিক্ষার্থী। দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনশন কর্মসূচিতে অটল থাকার কথা জানিয়েছেন তারা।

রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি শুরু করেন।

অনশনে বসা শিক্ষার্থীরা বলেন, “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস ও অস্থায়ী আবাসনের জন্য যে আন্দোলন করি, তার ফলশ্রুতিতে মন্ত্রণালয় ঘেরাও করি। সেখানে উপদেষ্টা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে আমাদের একটা মিটিং হয়। মিটিংয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা থাকলে তারা এটা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে পারবে, এতে মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোনো বাধা নেই।”

শিক্ষার্থীরা আরও বলেন, “আমরা প্রশাসনকে যৌক্তিক সময় দিয়েছি, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা ফলাফল দেবে। ওই মিটিংয়ের পর অনেকবার প্রশাসনের সঙ্গে দেখা করেছি, আপডেট চেয়েছি। কাজ চালিয়ে যাচ্ছি, চিঠি দিয়েছি, আমাদের ওপর ভরসা রাখো, এই কথার মধ্যেই সীমাবদ্ধ আছে প্রশাসন। তারা এর বাইরে যেহেতু আর কোনো কথা বলছে না তাই আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমাদের দাবি না মানা পর্যন্ত অনশন থেকে উঠবো না।”

জানা গেছে, অনশনে বসা শিক্ষার্থীরা হলেন–ছাত্র অধিকার পরিষদের শাখা সভাপতি ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের ছাত্র একেএম রাকিব, ম্যানেজমেন্ট বিভাগের ১৬তম ব্যাচের ফেরদৌস শেখ, ছাত্র অধিকার পরিষদের শাখা সাংগঠনিক সম্পাদক ও দর্শন বিভাগের ১৫তম ব্যাচের ছাত্র তাওহিদুল ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগের ১৫তম ব্যাচের ছাত্র ফয়সাল মুরাদ, সাংবাদিকতা বিভাগের ১৪তম ব্যাচের মো. রাশিদুল ইসলাম, অর্থনীতি বিভাগের ১৮তম ব্যাচের রাকিব হোসেন, দর্শন বিভাগের ১৭তম ব্যাচের সুজন চন্দ্র সুকুল, সোশ্যাল ওয়ার্ক ১৭তম ব্যাচের জুবায়ের ইসলাম রিয়ন, ইসলামিক স্ট্যাডিজের ১৭তম ব্যাচের আবু মুসা, একই বিভাগের আতিকুর রহমান তানজিল, আইন বিভাগের ১৯তম ব্যাচের রাকিবুল ইসলাম।

শেয়ার করুন

আমরণ অনশনে জবি’র ১১ শিক্ষার্থী

সময় ১২:১৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অস্থায়ী আবাসন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবিতে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়টির ১১ শিক্ষার্থী। দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনশন কর্মসূচিতে অটল থাকার কথা জানিয়েছেন তারা।

রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি শুরু করেন।

অনশনে বসা শিক্ষার্থীরা বলেন, “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস ও অস্থায়ী আবাসনের জন্য যে আন্দোলন করি, তার ফলশ্রুতিতে মন্ত্রণালয় ঘেরাও করি। সেখানে উপদেষ্টা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে আমাদের একটা মিটিং হয়। মিটিংয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা থাকলে তারা এটা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে পারবে, এতে মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোনো বাধা নেই।”

শিক্ষার্থীরা আরও বলেন, “আমরা প্রশাসনকে যৌক্তিক সময় দিয়েছি, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা ফলাফল দেবে। ওই মিটিংয়ের পর অনেকবার প্রশাসনের সঙ্গে দেখা করেছি, আপডেট চেয়েছি। কাজ চালিয়ে যাচ্ছি, চিঠি দিয়েছি, আমাদের ওপর ভরসা রাখো, এই কথার মধ্যেই সীমাবদ্ধ আছে প্রশাসন। তারা এর বাইরে যেহেতু আর কোনো কথা বলছে না তাই আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমাদের দাবি না মানা পর্যন্ত অনশন থেকে উঠবো না।”

জানা গেছে, অনশনে বসা শিক্ষার্থীরা হলেন–ছাত্র অধিকার পরিষদের শাখা সভাপতি ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের ছাত্র একেএম রাকিব, ম্যানেজমেন্ট বিভাগের ১৬তম ব্যাচের ফেরদৌস শেখ, ছাত্র অধিকার পরিষদের শাখা সাংগঠনিক সম্পাদক ও দর্শন বিভাগের ১৫তম ব্যাচের ছাত্র তাওহিদুল ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগের ১৫তম ব্যাচের ছাত্র ফয়সাল মুরাদ, সাংবাদিকতা বিভাগের ১৪তম ব্যাচের মো. রাশিদুল ইসলাম, অর্থনীতি বিভাগের ১৮তম ব্যাচের রাকিব হোসেন, দর্শন বিভাগের ১৭তম ব্যাচের সুজন চন্দ্র সুকুল, সোশ্যাল ওয়ার্ক ১৭তম ব্যাচের জুবায়ের ইসলাম রিয়ন, ইসলামিক স্ট্যাডিজের ১৭তম ব্যাচের আবু মুসা, একই বিভাগের আতিকুর রহমান তানজিল, আইন বিভাগের ১৯তম ব্যাচের রাকিবুল ইসলাম।