০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্যক্তিগত চিকিৎসক জানালেন

আগের চেয়ে অনেক ভালো আছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাজ্য
  • সময় ১১:২০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 14

খালেদা জিয়া

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক ভালো আছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে ইফতার মাহফিল ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি।

জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক ভালো আছেন। ছেলে তারেক রহমানের বাসায় খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক।’

জিয়া পরিষদ, ইউকে আয়োজিত ওই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে জাহিদ হোসেন আরও জানান, খালেদা জিয়া দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে পৌঁছানোর পরপরই খালেদা জিয়াকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসা নেন। হাসপাতালে ১৮ দিনের চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে গত ২৪ জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় যান বেগম জিয়া। এরপর বাসা থেকেই মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর।

শেয়ার করুন

ব্যক্তিগত চিকিৎসক জানালেন

আগের চেয়ে অনেক ভালো আছেন খালেদা জিয়া

সময় ১১:২০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক ভালো আছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে ইফতার মাহফিল ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি।

জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক ভালো আছেন। ছেলে তারেক রহমানের বাসায় খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক।’

জিয়া পরিষদ, ইউকে আয়োজিত ওই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে জাহিদ হোসেন আরও জানান, খালেদা জিয়া দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে পৌঁছানোর পরপরই খালেদা জিয়াকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসা নেন। হাসপাতালে ১৮ দিনের চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে গত ২৪ জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় যান বেগম জিয়া। এরপর বাসা থেকেই মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর।