ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আগামী ৭­-১০ দিনের মধ্যে আরও দাবানলের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
  • সময় ০৯:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
  • / 19

তাণ্ডব চালাচ্ছে দাবানল

ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। এরই মধ্যে হতাহতের পাশাপাশি পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার একর জমি আর ঘরবাড়ি। সর্বস্ব হারিয়েছে অনেকেই। তবে তীব্র বাতাসের কারণে আগামী কয়েকদিন এই দাবানল আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জলবায়ু বিজ্ঞানীরা।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলের সাক্ষী হচ্ছে লস অ্যাঞ্জেলেস। এরই মধ্যে দাবানলে প্রাণ গেছে ২৪ জনের। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। আগুনের লেলিহান শিখায় সর্বস্ব হারিয়েছে অনেকেই।

দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। বিমান দিয়ে পানি দিয়েও দাবানলের আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তীব্র বাতাসের কারণে বেশ বেগ পেতে হচ্ছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ছে নতুন নতুন এলাকায়।

লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার যেসব এলাকা দাবানলে পুড়ছে, সেখানে আবারও তীব্র বাতাস বয়ে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এতে দাবানল আরও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা। একই কথা বললেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার জলবায়ু বিজ্ঞানী ড্যানিয়েল সোয়াইনও।

আগামী ৭­-১০ দিনের মধ্যে আরও দাবানলের আশঙ্কা
আগামী ৭­-১০ দিনের মধ্যে আরও দাবানলের আশঙ্কা

ড্যানিয়েল সোয়াইন বলেন, ‘দাবানলের এই ভয়াবহতার আরও বাকি আছে, এখনি শেষ না। আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আরও একাধিক চরম দাবানল আবহাওয়ার ঘটনা ঘটতে পারে। এ সপ্তাহের শেষেই একটি বড় দাবানলের ঘটনা ঘটতে পারে। মূলত বাতাসের তীব্রতার কারণে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় এই দাবানলে হতাহত আরও বাড়তে পারে।’

প্রতিবছরে সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ওপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যায়। সান্তা আনা নামের এই বাতাসের গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্তও ওঠে। সোম ও মঙ্গলবার এই বাতাসের বেগ আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

ক্যালিফোর্নিয়ার দাবানলে এ পর্যন্ত ২০০ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে। লস অ্যাঞ্জেলেসের দাবানলকে ‘যুদ্ধের দৃশ্য’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শেয়ার করুন

আগামী ৭­-১০ দিনের মধ্যে আরও দাবানলের আশঙ্কা

সময় ০৯:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। এরই মধ্যে হতাহতের পাশাপাশি পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার একর জমি আর ঘরবাড়ি। সর্বস্ব হারিয়েছে অনেকেই। তবে তীব্র বাতাসের কারণে আগামী কয়েকদিন এই দাবানল আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জলবায়ু বিজ্ঞানীরা।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলের সাক্ষী হচ্ছে লস অ্যাঞ্জেলেস। এরই মধ্যে দাবানলে প্রাণ গেছে ২৪ জনের। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। আগুনের লেলিহান শিখায় সর্বস্ব হারিয়েছে অনেকেই।

দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। বিমান দিয়ে পানি দিয়েও দাবানলের আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তীব্র বাতাসের কারণে বেশ বেগ পেতে হচ্ছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ছে নতুন নতুন এলাকায়।

লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার যেসব এলাকা দাবানলে পুড়ছে, সেখানে আবারও তীব্র বাতাস বয়ে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এতে দাবানল আরও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা। একই কথা বললেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার জলবায়ু বিজ্ঞানী ড্যানিয়েল সোয়াইনও।

আগামী ৭­-১০ দিনের মধ্যে আরও দাবানলের আশঙ্কা
আগামী ৭­-১০ দিনের মধ্যে আরও দাবানলের আশঙ্কা

ড্যানিয়েল সোয়াইন বলেন, ‘দাবানলের এই ভয়াবহতার আরও বাকি আছে, এখনি শেষ না। আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আরও একাধিক চরম দাবানল আবহাওয়ার ঘটনা ঘটতে পারে। এ সপ্তাহের শেষেই একটি বড় দাবানলের ঘটনা ঘটতে পারে। মূলত বাতাসের তীব্রতার কারণে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় এই দাবানলে হতাহত আরও বাড়তে পারে।’

প্রতিবছরে সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ওপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যায়। সান্তা আনা নামের এই বাতাসের গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্তও ওঠে। সোম ও মঙ্গলবার এই বাতাসের বেগ আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

ক্যালিফোর্নিয়ার দাবানলে এ পর্যন্ত ২০০ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে। লস অ্যাঞ্জেলেসের দাবানলকে ‘যুদ্ধের দৃশ্য’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।