আওয়ামী লীগ প্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে

- সময় ১০:২০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
- / 39
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিষ্ঠার ষড়যন্ত্র প্রতিহত করা হবে।”
বুধবার (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্র ঘোষিত কুষ্টিয়া জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের বিরুদ্ধে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান। তিনি বলেন, “বিএনপি সবসময় জনগণের স্বার্থে কথা বলে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে গণহত্যার বিচার করা হবে।”
কুষ্টিয়া শহরের নিশান মোড়ে একতা মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন।
জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, সাবেক এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ফরিদা ইয়াসমিন ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।