০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
জাতিসংঘের প্রতিবেদনের পর

আওয়ামী লীগের পক্ষে বলার কিছু নেই: বিএনপি

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাজ্য
  • সময় ০৯:২৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • / 19

আওয়ামী লীগ-বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “বিএনপি সবসময় সত্যের ওপর কথা বলে, যা এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। জাতিসংঘের প্রতিবেদনের পর আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক বা দেশীয় আদালতে নিজেদের অবস্থান রক্ষা করা সম্ভব নয়।”

বুধবার (১৯ ফেব্রুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. জাহিদ আরও বলেন, “বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে যে কথাগুলো বলে আসছে, জাতিসংঘের প্রতিবেদনে সেগুলোই উঠে এসেছে। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন স্পষ্টভাবে বলেছে, বিএনপি যা বলেছিল, সেটাই সত্য। এমনকি আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনও সঠিক বলে প্রমাণিত হয়েছে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন (ফাইল ফটো)

সরকারের অর্থনৈতিক নীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার উন্নয়নের কথা বলেছেন, কিন্তু বাস্তবে প্রতি বছর বাংলাদেশ থেকে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। দেশের প্রতিটি নাগরিকের ওপর প্রায় পাঁচ হাজার ডলার ঋণের বোঝা চেপে গেছে, ফলে অর্থনীতি ভেঙে পড়েছে।”

সেমিনারে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন শাহিন, এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ, ইউরোপ ও যুক্তরাজ্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর কামাল উদ্দিন, ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নসরুল্লাহ খান জুনায়েদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক পারভেজ, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

জাতিসংঘের প্রতিবেদনের পর

আওয়ামী লীগের পক্ষে বলার কিছু নেই: বিএনপি

সময় ০৯:২৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “বিএনপি সবসময় সত্যের ওপর কথা বলে, যা এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। জাতিসংঘের প্রতিবেদনের পর আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক বা দেশীয় আদালতে নিজেদের অবস্থান রক্ষা করা সম্ভব নয়।”

বুধবার (১৯ ফেব্রুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. জাহিদ আরও বলেন, “বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে যে কথাগুলো বলে আসছে, জাতিসংঘের প্রতিবেদনে সেগুলোই উঠে এসেছে। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন স্পষ্টভাবে বলেছে, বিএনপি যা বলেছিল, সেটাই সত্য। এমনকি আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনও সঠিক বলে প্রমাণিত হয়েছে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন (ফাইল ফটো)

সরকারের অর্থনৈতিক নীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার উন্নয়নের কথা বলেছেন, কিন্তু বাস্তবে প্রতি বছর বাংলাদেশ থেকে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। দেশের প্রতিটি নাগরিকের ওপর প্রায় পাঁচ হাজার ডলার ঋণের বোঝা চেপে গেছে, ফলে অর্থনীতি ভেঙে পড়েছে।”

সেমিনারে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন শাহিন, এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ, ইউরোপ ও যুক্তরাজ্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর কামাল উদ্দিন, ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নসরুল্লাহ খান জুনায়েদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক পারভেজ, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী প্রমুখ।