`আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন

- সময় ০৬:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / 34
আওয়ামী লিগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা পড়েছে। গতকাল (সোমবার ২৪ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর নিবন্ধন আবেদনপত্র জমা দিয়েছেন উজ্জল রায় নামের এক ব্যক্তি।
ঘটনা নিশ্চিত করে আজ (মঙ্গলবার, ১৫ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে এর বিধিমালা বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হবে।
জানা গেছে, উজ্জল রায় নামে এক ব্যক্তি সোমবার (২৪ মার্চ) ইসিতে আওয়ামী লিগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করেছেন। আবেদনে তিনি দলের সভাপতি উল্লেখ করেছেন।
চিঠিতে, দলের ঠিকানা উল্লেখ করা হয়েছে বঙ্গবন্ধু এভিনিউ। প্রতীক চাওয়া হয়েছে নৌকা অথবা ইলিশ।
গত ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীকও নৌকা।
দল প্রতিষ্ঠার তারিখ উল্লেখ করা হয়েছে ২৪ মার্চ ২০২৫। এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছে। তবে কোন সালের ৩০ এপ্রিল এ দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করেনি।
দলের ব্যাংকের নাম ও ঠিকানা নেই। এছাড়া আবেদনে কোনো ব্যাংক হিসাব না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিল উল্লেখ করেন উজ্জল রায়।
দিনাজপুরের পার্বতীপুরের ছেলে উজ্জলের বাবার নাম নরেশ চন্দ্র রায়, মাতার পারুল রায়।
উজ্জল জানিয়েছেন, তিনি “ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে ভোট করতে চান। সম্মেলনের আগে সাবেক প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) সাথে দেখা করতে চেয়েছি। তখন দেখা করতে পারিনি।
“আমি ওই আসনে নির্বাচন করতে চাই। আমার দলে এখন পর্যন্ত আমিই একজন। আওয়ামী লিগ নামে নিবন্ধন আবেদন করেছি।”
নিবন্ধন আবেদনের ৭ (ক) ঘরে- বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের নাম উল্লেখ করা হয়েছে। যদিও সেখানে দলীয় প্রতীকে নির্বাচিত একজন সংসদ সদস্যের নাম জানতে চাওয়া হয়েছে।
ফিজারের দিনাজপুর-৫ আসনে নির্বাচন করতে চান জানিয়ে উজ্জল বলেন, “এখানে নির্বাচন করতে আমি ইসিতে আবেদন করেছি। সারাদেশে কমিটি করতে গেলে যে টাকা দরকার- তা আমার নেই। এজন্য আমিই একাই কাজ করব।”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, “একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে আইন ও বিধি আছে, তা পর্যবেক্ষণ করে সমস্ত শর্ত যদি পূরণ করে- তাহলে তাকে নিবন্ধন দিয়ে থাকি। শর্ত যদি পূরণ করতে না পারে, তাহলে আমরা তাকে গ্রহণ করতে পারব না।”
নতুন দলের নিবন্ধন আবেদনের জন্য ২০ এপ্রিল পর্যন্ত সময় রয়েছে বলে জানান তিনি।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited