অ্যাটকোর জন্য যে পরামর্শ দিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
- সময় ০৬:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / 42
টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সাথে বৈঠক করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম এবং আন্তর্জাতিক মিডিয়াতেও অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এমনকি আন্তর্জাতিক মিডিয়াতেও অপপ্রচার চালানো হচ্ছে। ষড়যন্ত্র হচ্ছে। পাশের দেশের বিভিন্ন মিডিয়াতেও অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য গণমাধ্যমসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাইবার সিকিউরিটি আইনের মতো অন্য আইনও পর্যালচনা করা হবে। বকেয়া বেতনভাতা যথা সময়ে মিটিয়ে দিতে মালিকদের আহ্বান জানানো হয়েছে। সচিবালয়ে যাদের কার্ড বাতিল হয়েছে তাদের বিষয়ে কোনো ভুল হলে পুনর্মূল্যায়ন করা হবে।