দুদক চেয়ারম্যান
অভিযোগ উড়িয়ে দিতে না পেরেই মন্ত্রিত্ব ছেড়েছেন টিউলিপ

- সময় ০৮:৫৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / 6
দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটিশ এমপি রিজওয়ানা সিদ্দিক টিউলিপ মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মো. আবদুল মোমেন। রোববার দুপুরে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, দালিলিক প্রমাণের ভিত্তিতেই টিউলিপের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
গত ১০ মার্চ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। তাদের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ করা হয়েছে। তিন মামলায় আসামি করা হয়েছে শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপকেও।
সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপের আইনজীবী অভিযোগ করেন, দুদকের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চিঠির কোনো জবাব দেয়নি সংস্থাটি। প্রতিক্রিয়ায় দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির অভিযোগের জবাব চিঠির মাধ্যমে হতে পারে না।
আবদুল মোমেন বলেন, ‘আদালতে হাজির হয়ে তারা যেন অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবিলা করেন। এটি কম্পাউন্ডেবল কোনো মামলা নয় যে চিঠি লেখালিখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে। আদালতেই তা নির্ধারিত হবে।’
এদিকে, ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গে চেয়ারম্যান জানান, তিনি আর দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হতে পারে।
আবদুল মোমেন বলেন, ‘এটা আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে, এরপর বোঝা যাবে। এমনও হতে পারে সাবিক আল হাসান দুদকের মামলার আসামিও হতে পারেন।’
দুদুক চেয়ারম্যান জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধেও মামলা হয়েছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited