‘অবৈধ’ বোলিং অ্যাকশন নিয়ে মুখ খুললেন সাকিব | Bangla Affairs
০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘অবৈধ’ বোলিং অ্যাকশন নিয়ে মুখ খুললেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
  • সময় ০১:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 18

সাকিব আল হাসান

সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের বাইরে আছেন সাবেক এই টাইগার অধিনায়ক। এরই মাঝে গত গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি খেলতে গিয়ে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হন সব ধরনের ক্রিকেটে বোলিং করা থেকে।

ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন থেকে মুক্তি পেতে দুইবার পরীক্ষা দিয়েও ব্যর্থ হন সাকিব। তবে তৃতীয়বার পরীক্ষা দিয়ে উৎরে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। ‘অবৈধ’ বোলিং অ্যাকশন নিয়ে দীর্ঘদিন নিশ্চুপ থাকার পর অবশেষে মুখ খুলেছেন সাকিব।

ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন থেকে মুক্তি পাওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন সাকিব। দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অবশ্যই, স্বস্তিরই তো বিষয়। এটা ভেবে ভালো লাগছে যে আমার বোলিং অ্যাকশন নিয়ে আর কোনো সমস্যা নেই।’

দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে প্রথমবার ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শোনার পর কেমন লেগেছিল, এমন প্রশ্নে সাকিব বলেন, ‘কেমন আর লাগবে! আমার মনে হয়েছে, গাড়িরও তো মাঝেমধ্যে পার্টস নষ্ট হয়। সেগুলো ঠিক করা লাগে। ও রকমই একটা কিছু আমারও হয়েছে, যেটা ঠিক করা লাগবে। এমন তো নয় যে সব সময়ই এই সমস্যা ছিল। কোনো কারণে এ রকম হতেই পারে। ওটা ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে, এই বিশ্বাসটুকু সব সময় ছিল। ওই কারণেই অত বেশি চিন্তা করিনি।’

শেয়ার করুন

‘অবৈধ’ বোলিং অ্যাকশন নিয়ে মুখ খুললেন সাকিব

সময় ০১:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের বাইরে আছেন সাবেক এই টাইগার অধিনায়ক। এরই মাঝে গত গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি খেলতে গিয়ে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হন সব ধরনের ক্রিকেটে বোলিং করা থেকে।

ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন থেকে মুক্তি পেতে দুইবার পরীক্ষা দিয়েও ব্যর্থ হন সাকিব। তবে তৃতীয়বার পরীক্ষা দিয়ে উৎরে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। ‘অবৈধ’ বোলিং অ্যাকশন নিয়ে দীর্ঘদিন নিশ্চুপ থাকার পর অবশেষে মুখ খুলেছেন সাকিব।

ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন থেকে মুক্তি পাওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন সাকিব। দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অবশ্যই, স্বস্তিরই তো বিষয়। এটা ভেবে ভালো লাগছে যে আমার বোলিং অ্যাকশন নিয়ে আর কোনো সমস্যা নেই।’

দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে প্রথমবার ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শোনার পর কেমন লেগেছিল, এমন প্রশ্নে সাকিব বলেন, ‘কেমন আর লাগবে! আমার মনে হয়েছে, গাড়িরও তো মাঝেমধ্যে পার্টস নষ্ট হয়। সেগুলো ঠিক করা লাগে। ও রকমই একটা কিছু আমারও হয়েছে, যেটা ঠিক করা লাগবে। এমন তো নয় যে সব সময়ই এই সমস্যা ছিল। কোনো কারণে এ রকম হতেই পারে। ওটা ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে, এই বিশ্বাসটুকু সব সময় ছিল। ওই কারণেই অত বেশি চিন্তা করিনি।’