ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
প্রশাসন জানে না কিছু

অবৈধ বালু ব্যবসা, এলাকাবাসীর উপর গুলিবর্ষণ!

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি
  • সময় ০৩:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / 116

রায়পুরা বালুমহাল

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নের শান্তিপুর মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার এলাকাবাসী আটক করে। আটকৃত ড্রেজার উদ্ধারের জন্য পাঁচটি স্পিডবোটে ১৫/২০ জন সন্ত্রাসী এলাকাবাসীর উপর গুলিবর্ষণ করে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু এ বিষয়ে প্রশাসন এখনো তেমন কিছু জানে বলে বলে মন্তব্য করেছে পুলিশ এবং উপজেলা প্রশাসন।

৬ নভেম্বর সকাল ১০ টায় মির্জারচর ইউনিয়নের শান্তিপুর মেঘনাপাড় এ ঘটনা ঘটে।

মির্জাচর ইউপি সদস্য শাহ আলম জানান, চার মাস ধরে একটি পক্ষ অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে মির্জারচরের শান্তিপুরসহ আশপাশের জমি বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন অবৈধভাবে বালুর উত্তোলনের ড্রেজার আটক করে।

রায়পুরা সন্ত্রাসী
রায়পুরা সন্ত্রাসী

সেই ড্রেজার উদ্ধার করতে এসে এলাকাবাসীর উপর গুলিবর্ষণ চালায় সন্ত্রাসীরা। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে জমি, সরকারি অফিস, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ কবরস্থানে ভাঙন দেখা দিয়েছে। নিজের জমি রক্ষায় এলাকাবাসী বালু উত্তোলন সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে।

রায়পুরা উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট শফিকুল ইসলাম বাংলা অ্যাফেয়ার্সকে জানান, গোলাগুলির ঘটনা শুনিনি। এ ব্যাপারে খোঁজ নিচ্ছি কিন্তু সেখানে কোনো বালুমহল নেই। বালু উত্তোলনের অবস্থান জিরো টলারেন্স।

এ বিষয়ে বাঁশগাড়ী পুলিশ ফাঁড়ি তদন্ত ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খাঁন বলেন, এলাকাবাসীর উপর গোলাগুলির ঘটনাটি অবগত নন তিনি।

শেয়ার করুন

প্রশাসন জানে না কিছু

অবৈধ বালু ব্যবসা, এলাকাবাসীর উপর গুলিবর্ষণ!

সময় ০৩:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নের শান্তিপুর মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার এলাকাবাসী আটক করে। আটকৃত ড্রেজার উদ্ধারের জন্য পাঁচটি স্পিডবোটে ১৫/২০ জন সন্ত্রাসী এলাকাবাসীর উপর গুলিবর্ষণ করে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু এ বিষয়ে প্রশাসন এখনো তেমন কিছু জানে বলে বলে মন্তব্য করেছে পুলিশ এবং উপজেলা প্রশাসন।

৬ নভেম্বর সকাল ১০ টায় মির্জারচর ইউনিয়নের শান্তিপুর মেঘনাপাড় এ ঘটনা ঘটে।

মির্জাচর ইউপি সদস্য শাহ আলম জানান, চার মাস ধরে একটি পক্ষ অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে মির্জারচরের শান্তিপুরসহ আশপাশের জমি বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন অবৈধভাবে বালুর উত্তোলনের ড্রেজার আটক করে।

রায়পুরা সন্ত্রাসী
রায়পুরা সন্ত্রাসী

সেই ড্রেজার উদ্ধার করতে এসে এলাকাবাসীর উপর গুলিবর্ষণ চালায় সন্ত্রাসীরা। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে জমি, সরকারি অফিস, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ কবরস্থানে ভাঙন দেখা দিয়েছে। নিজের জমি রক্ষায় এলাকাবাসী বালু উত্তোলন সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে।

রায়পুরা উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট শফিকুল ইসলাম বাংলা অ্যাফেয়ার্সকে জানান, গোলাগুলির ঘটনা শুনিনি। এ ব্যাপারে খোঁজ নিচ্ছি কিন্তু সেখানে কোনো বালুমহল নেই। বালু উত্তোলনের অবস্থান জিরো টলারেন্স।

এ বিষয়ে বাঁশগাড়ী পুলিশ ফাঁড়ি তদন্ত ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খাঁন বলেন, এলাকাবাসীর উপর গোলাগুলির ঘটনাটি অবগত নন তিনি।