অবহেলিত নলবিনিয়া সড়কের কাজ উদ্বোধন
- সময় ১২:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
- / 47
অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফারিরবিল আলিম মাদ্রাসা থেকে নলবনিয়া হয়ে আঞ্জুমানপাড়া বটতলী পর্যন্ত দীর্ঘ ১৭শ মিটার সড়কটি। দীর্ঘকাল ধরে অবহেলিত এ সড়কটি এইচ বিবি দ্বারা সংস্কারের উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।
বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে দাতা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর সহায়তায় ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর মার্কেট লিংকেজ প্রমোশন (কৃষি অবকাঠামো প্রকল্প) এর উদ্যোগে সড়কটির সংস্কার কার্যক্রম উদ্বোধন করা হয়।
সড়কটির সংস্কার কার্যক্রম উদ্বোধন করেন, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।
সড়ক উদ্বোধনকালে তিনি বলেন, দীর্ঘকাল ধরে সীমান্ত ঘেঁষা জনগুরুত্বপূর্ণ সড়ক ফারিরবিল আলিম মাদ্রাসা থেকে নলবনিয়া হয়ে আঞ্জুমানপাড়া বটতলী বাজার পর্যন্ত সড়কটি অবহেলিত ছিল। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি এনজিও সংস্থা রিক এর পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সড়কের উন্নয়ন কাজে স্থানীয় হতদরিদ্র মানুষদের সম্পৃক্ত করা হবে।
তিন মাসের জন্য তাদের একটি কর্মসংস্থান তৈরি হয়েছে। সড়কটির সংস্কার কাজ শেষ হলে স্থানীয়দের চলাচলের সুবিধা বাড়বে।
তিনি আরও বলেন, ইউনিয়নের হতদরিদ্র এলাকা চিহ্নিত করে এ ধরনের গ্রামীণ অবকাঠামোগুলোর উন্নয়ন অব্যাহত রাখা জরুরি। দাতা সংস্থাগুলো এ ধরনের উন্নয়ন কাজে এগিয়ে আসার আহ্বান করেন।
সড়ক উদ্বোধনের সময় পালংখালী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (মহিলা) ইউপি সদস্য জাহেদা বেগম, ৮নং ওয়ার্ডের সদস্য ফয়জুল ইসলাম,পালংখালী বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিন সওদাগর, এনজিও সংস্থা রিক এর কৃষি অবকাঠামো প্রকল্পের কনস্ট্রাকশন সুপারভাইজার আরিফুল ইসলাম (তুষার),
৯ নং ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এনামুল কবির, সাবেক মেম্বার সোলাইমান,মোক্তার আহমেদ সর্দার,শামসুল আলম, সহ স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর কৃষি অবকাঠামো প্রকল্পের আওতায় সাড়ে ৪ শ এর অধিক স্থানীয় উপকার ভোগী সড়ক উন্নয়ন কার্যক্রমে ২০২৫ সালের জানুয়ারি ১ তারিখ থেকে আগামী মার্চ পর্যন্ত সড়কের সংস্কার কাজে কর্মরত থাকবেন।