অবরোধ প্রত্যাহারের পর ফের উত্তাল মহাখালী

- সময় ০৮:০০:১০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / 93
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ফের মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এর ফলে আবার নতুন করে যানজটের সৃষ্টি হয়েছে। মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠেছে পুরো মহাখালী এলাকা।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই কলেজটির সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
শিক্ষার্থীরা বলছেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় তাদের এ অবরোধ।
এর আগে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। বিকেল ৪টা পর্যন্ত এই অবরোধ চলে। পরে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেন।

বৈঠকের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবার নতুন করে তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
এ রিপোর্ট লেখার সময় ৭ টা ৫০ মিনিটেও আন্দোলনকারীরা মহাখালীতে অবস্থান ধরে রেখেছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited