ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অন্ধকারে পাকিস্তান: চলছে ইমরান খান শো

নিউজ ডেস্ক
  • সময় ০৪:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / 45

পাকিস্তান

পুরো পাকিস্তানকে ইন্টারনেট বিচ্ছিন্ন করে দিলেও সেই ঘোর অন্ধকারেই চলছে সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী অধিনায়নক ইমরান খান শো। সাবেক প্রধানমন্ত্রীর ‘চূড়ান্ত ডাক’ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে রাজধানী ইসলামাবাদে যাচ্ছেন তার হাজার হাজার সমর্থক। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ফেসবুক পেজে সমর্থকদের দলে দলে রাজধানীর দিকে আসার ভিডিও প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ইমরান খান আবারো চমক দেখাতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তবে এই বহরকে আটকানোর জন্য ইসলামাবাদে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। রাজধানীর দিকে আসা বিভিন্ন সড়কে কনটেইনার দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, দেশের প্রায় সব জায়গায় হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ইসলামাবাদে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ও ইন্টারনেট সেবা।

পাকিস্তান ইমরান খান শো
পাকিস্তান ইমরান খান শো

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা রবিবার (২৪ নভেম্বর) রাজধানীতে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হলে দেশটির প্রশাসন “যেসব এলাকায় নিরাপত্তা ঝুঁকি রয়েছে” সেখানে মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত রাখে।

সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানে নিষিদ্ধ সামাজিক মাধ্যম এক্স-এ (প্রাক্তন টুইটার) এই ঘোষণাটি পোস্ট করে। তবে ঘোষণায় স্থগিতাদেশের আওতাধীন এলাকার নাম উল্লেখ করা হয়নি বা জানানো হয়নি, কতক্ষণের জন্য এসব সেবা স্থগিত থাকবে।

পোস্টে বলা হয়, দেশের অন্যান্য অংশ ইন্টারনেট ও মোবাইল সেবা নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে।

ইমরান খান এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন এবং তার বিরুদ্ধে ১৫০টিরও বেশি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তবে দেশটিতে তিনি জনপ্রিয় এবং তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা সংক্ষেপে পিটিআই বলছে, এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

শেয়ার করুন

অন্ধকারে পাকিস্তান: চলছে ইমরান খান শো

সময় ০৪:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

পুরো পাকিস্তানকে ইন্টারনেট বিচ্ছিন্ন করে দিলেও সেই ঘোর অন্ধকারেই চলছে সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী অধিনায়নক ইমরান খান শো। সাবেক প্রধানমন্ত্রীর ‘চূড়ান্ত ডাক’ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে রাজধানী ইসলামাবাদে যাচ্ছেন তার হাজার হাজার সমর্থক। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ফেসবুক পেজে সমর্থকদের দলে দলে রাজধানীর দিকে আসার ভিডিও প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ইমরান খান আবারো চমক দেখাতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তবে এই বহরকে আটকানোর জন্য ইসলামাবাদে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। রাজধানীর দিকে আসা বিভিন্ন সড়কে কনটেইনার দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, দেশের প্রায় সব জায়গায় হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ইসলামাবাদে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ও ইন্টারনেট সেবা।

পাকিস্তান ইমরান খান শো
পাকিস্তান ইমরান খান শো

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা রবিবার (২৪ নভেম্বর) রাজধানীতে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হলে দেশটির প্রশাসন “যেসব এলাকায় নিরাপত্তা ঝুঁকি রয়েছে” সেখানে মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত রাখে।

সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানে নিষিদ্ধ সামাজিক মাধ্যম এক্স-এ (প্রাক্তন টুইটার) এই ঘোষণাটি পোস্ট করে। তবে ঘোষণায় স্থগিতাদেশের আওতাধীন এলাকার নাম উল্লেখ করা হয়নি বা জানানো হয়নি, কতক্ষণের জন্য এসব সেবা স্থগিত থাকবে।

পোস্টে বলা হয়, দেশের অন্যান্য অংশ ইন্টারনেট ও মোবাইল সেবা নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে।

ইমরান খান এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন এবং তার বিরুদ্ধে ১৫০টিরও বেশি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তবে দেশটিতে তিনি জনপ্রিয় এবং তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা সংক্ষেপে পিটিআই বলছে, এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।