০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

অনুপ্রবেশকালে আটক ২৮ রোহিঙ্গা

সিনিয়র প্রতিবেদক, কক্সবাজার
  • সময় ১০:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / 26

দুই দালালসহ আটক ২৮ রোহিঙ্গা

মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশের সময় টেকনাফের বাহারছড়া মাথাভাঙ্গা এলাকা থেকে ২৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের পচারকাজে জড়িত দুই দালালকে আটক করে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা‌। আটক রোহিঙ্গাদের মধ্যে পুরুষ- নারী ও শিশু রয়েছে।

আটক দুই দালাল হলো, কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ এলাকার বাসিন্দা মৃত মহিজুল আলমের ছেলে মো. আলমগীর, একই উপজেলার পশ্চিম চরপাড়া এলাকার বাসিন্দা কবির আহমদের ছেলে নছরত আলী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙা নৌঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সোমবার দুপুরে টেকনাফে বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা উপকূলীয় এলাকা দিয়ে একটি মাছ ধরার ট্রলার ও দুইজন বাংলাদেশি দালাল সহ ৩০ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু অনুপ্রবেশ করবে । এমন সংবাদে স্থানীয়রা পাচারকাজে জড়িত দুই দালাল ও রোহিঙ্গাদের আটক করে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয় । আটক রোহিঙ্গাদের মধ্যে ১০ জন পুরুষ, ৫ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। আটক রোহিঙ্গা ও দুই দালালকে বিজিবির কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোস্ট গার্ড।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২৮জন রোহিঙ্গা নাগরিক ও দুইজন দালালকে আটকের খবর শুনেছি। বিষয়টি নিয়ে বিজিবি ও কোষ্টগার্ড কাজ করছে।

শেয়ার করুন

অনুপ্রবেশকালে আটক ২৮ রোহিঙ্গা

সময় ১০:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশের সময় টেকনাফের বাহারছড়া মাথাভাঙ্গা এলাকা থেকে ২৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের পচারকাজে জড়িত দুই দালালকে আটক করে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা‌। আটক রোহিঙ্গাদের মধ্যে পুরুষ- নারী ও শিশু রয়েছে।

আটক দুই দালাল হলো, কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ এলাকার বাসিন্দা মৃত মহিজুল আলমের ছেলে মো. আলমগীর, একই উপজেলার পশ্চিম চরপাড়া এলাকার বাসিন্দা কবির আহমদের ছেলে নছরত আলী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙা নৌঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সোমবার দুপুরে টেকনাফে বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা উপকূলীয় এলাকা দিয়ে একটি মাছ ধরার ট্রলার ও দুইজন বাংলাদেশি দালাল সহ ৩০ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু অনুপ্রবেশ করবে । এমন সংবাদে স্থানীয়রা পাচারকাজে জড়িত দুই দালাল ও রোহিঙ্গাদের আটক করে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয় । আটক রোহিঙ্গাদের মধ্যে ১০ জন পুরুষ, ৫ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। আটক রোহিঙ্গা ও দুই দালালকে বিজিবির কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোস্ট গার্ড।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২৮জন রোহিঙ্গা নাগরিক ও দুইজন দালালকে আটকের খবর শুনেছি। বিষয়টি নিয়ে বিজিবি ও কোষ্টগার্ড কাজ করছে।