অতিরিক্ত মদপানে মাতলামি, পিটুনিতে তরুণের মৃত্যু

- সময় ০৮:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / 21
ময়মনসিংহের নান্দাইলে অতিরিক্ত মদপানে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম মো. রুবেল মিয়া (২৫)। তিনি উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম এলাকার মো. আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সুত্র ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার রাতে রুবেল জনৈক মধুর বাড়িতে বসে অনেকের সঙ্গে মদ পান করছিলেন। এ সময় অতিরিক্ত মদ খেয়ে বেসামাল হয়ে পড়লে নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই সময় বাড়ির মালিক মধু মিয়ার ছেলেরা বুধবার রাতে নিজেরাই তাদের গণপিটুনি দিয়ে জখম করে। এতে রুবেল ও মানিক মিয়া নামে দুইজন আহত হয়ে মাটিতে পড়ে থাকে।
পরে রুবেলকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। প্রাথমিক চিকিৎসা অবস্থায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সে মারা যায়।
রুবেলের মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে নিহতের চাচা আব্দুল মন্নান জানান, রুবেল সব সময় মদ পান করতো। গত বুধবার রাতে অতিরিক্ত মদ খেয়ে মাতলামি করলে মুধুর বাড়িতে হামলার ঘটনা ঘটে।
এতে রুবেল আহত হয়েছিল। পরে বাড়িতে আনার পর পরদিন দুপুরে মারা যায়। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটির খোঁজ নেওয়া হচ্ছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited