শিরোনাম
অটোরিকশা প্রধান সড়কে চলবে না: ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
- সময় ১১:২৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / 27
এখন থেকে প্রধান সড়কে কোনো ব্যাটারিচালিত রিকশা (অটোরিকশা) চলবে না। তবে ভেতরের সড়কগুলোতে আগের মতো এসব যান চলবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (২৭ নভেম্বর) ডিএমপি সদর দফতরে ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, এখন থেকে প্রধান সড়কে কোনো অটোরিকশা চলবে না কিন্তু ভেতরের সড়কগুলোতে চলবে। এছাড়া, নতুন কোনো অটোরিকশা যাতে রাজধানীর রাস্তায় না নামে, এ ব্যাপারে সবাইকে সতর্ক সতর্ক থাকার তাগিদ দেন তিনি।
এর আগে, ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের রায় স্থগিত করার দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করেছিলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।
অটোরিকশা অটোরিকশা বন্ধে অভিযানে পুলিশ অভিযানে পুলিশ আজকের খবর আজকের শীর্ষ খবর আজকের সংবাদ ইনডিপেনডেন্ট ইনডিপেনডেন্ট টিভি ইন্ডিপেন্ডেন্ট টিভি চ্যানেল ২৪ চ্যানেল আই চ্যানেল আই নিউজ চ্যানেল২৪ জনপ্রিয় খবর দৈনিক ইত্তেফাক বাংলা নিউজ বিএনপির খবর বৈশাখী নিউজ ব্যাটারিচালিত অটোরিকশা যমুনা টিভি রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে অভিযানে পুলিশ শিশু আইন মানতে ডিএমপির সব থানাকে সুপ্রিম কোর্ট বিশেষ কমিটির নির্দেশ সেনাবাহিনী হাইকোর্টের আদেশ