০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

অটোবাইকে ওড়না পেঁচিয়ে এসএসসি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটা
  • সময় ০১:০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
  • / 33

অটোবাইকে ওড়না পেঁচিয়ে এসএসসি শিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এসএসসি পরীক্ষার্থী রাদিয়া ইসলাম প্রিয়া (১৫)। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর পৌর শহরের কলেজ রোড এলাকায় এই দুঃখজনক ঘটনা ঘটে।

প্রিয়া শহরের বাদুরতলী এলাকার বাসিন্দা পলাশ হাওলাদারের মেয়ে এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। চলতি বছরেই তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শনিবার বিকেলে কোচিং শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল প্রিয়া। পথিমধ্যে অসতর্কতায় তার ওড়না অটোর চাকায় পেঁচিয়ে যায়, এতে গলায় ফাঁস লেগে সে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ অকাল মৃত্যুতে সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বন্ধুর অপ্রত্যাশিত বিদায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নেমে এসেছে নিস্তব্ধতা।

 

শেয়ার করুন

অটোবাইকে ওড়না পেঁচিয়ে এসএসসি শিক্ষার্থীর মৃত্যু

সময় ০১:০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এসএসসি পরীক্ষার্থী রাদিয়া ইসলাম প্রিয়া (১৫)। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর পৌর শহরের কলেজ রোড এলাকায় এই দুঃখজনক ঘটনা ঘটে।

প্রিয়া শহরের বাদুরতলী এলাকার বাসিন্দা পলাশ হাওলাদারের মেয়ে এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। চলতি বছরেই তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শনিবার বিকেলে কোচিং শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল প্রিয়া। পথিমধ্যে অসতর্কতায় তার ওড়না অটোর চাকায় পেঁচিয়ে যায়, এতে গলায় ফাঁস লেগে সে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ অকাল মৃত্যুতে সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বন্ধুর অপ্রত্যাশিত বিদায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নেমে এসেছে নিস্তব্ধতা।