কক্সবাজারে পরিবেশ সংরক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

- সময় ০৫:২৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
- / 156
কক্সবাজারের উপকূলীয় এলাকার পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং স্থানীয় নেতৃত্ব বিকাশের লক্ষ্যে “উপকূলের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে স্থানীয় নেতৃত্ব বিকাশ” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ওয়াটারকিপার্স বাংলাদেশের প্রধান এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব শরীফ জামিল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল কাশেম,হেলপ কক্সবাজার এর নির্বাহী পরিচালক।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর যুগ্ন আহ্বায়ক এইচ এম ফরিদুল আলম শাহীন সঞ্চালনায় এবং কক্সবাজার জেলা প্রেসক্লাব এর সভাপতি ও ধরিত্রী রক্ষায় আমরা( ধরা) এর কক্সবাজার আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী এর সভাপতিত্বে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন উপকূলীয় পরিবেশের বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রতিরোধমূলক ব্যবস্থা,স্থানীয় নেতৃত্ব বিকাশ ও কমিউনিটি সংগঠনের ভূমিকা
পরিবেশবান্ধব পর্যটন ও অর্থনৈতিক উন্নয়ন কৌশল,প্লাস্টিক দূষণ রোধ ও পুনর্ব্যবহারের কৌশল, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের করণীয় তুলে ধরতে হবে।
কর্মশালায় ৩৫ জন অংশগ্রহন করে রোহিঙ্গা ইস্যু,মানব পাচার,পানি সংকট,বালু উত্তোলন সহ কক্সবাজার পরিবেশ বিপর্যয় নিয়ে গুরোত্বপূর্ণ আলোচনা হয়। এবং অবিলম্বে বাঁকখালী নদীতে অবৈধ দখলদারদের তালিকা প্রনয়ন করে উচ্ছেদের দাবী জানানো হয়।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited