ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৭ অক্টোবর দেশের আকাশে বছরের প্রথম সুপারমুন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 45

৭ অক্টোবর দেশের আকাশে বছরের প্রথম সুপারমুন

চলতি বছরের প্রথম সুপারমুন দেখা যাবে আগামী ৭ অক্টোবর। এই সময় চাঁদ তার কক্ষপথে ঘুরে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে, ফলে স্বাভাবিকের তুলনায় বড় এবং উজ্জ্বল দেখাবে।

জ্যোতির্বিদরা জানিয়েছেন, এই সুপারমুনকে ‘হার্ভেস্ট মুন’ বলা হয়। এটি প্রতি বছর শরৎ ঋতুর শুরুতে দেখা যায়। চলতি বছরে তিনটি সুপারমুনের মধ্যে প্রথমটি এই অক্টোবরের হার্ভেস্ট মুন।

বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সালের হার্ভেস্ট মুন শারদ বিষুবের সময়ের কাছাকাছি ঘটবে। বিষুবের সময় সূর্য পৃথিবীর নিরক্ষরেখার ওপর দিয়ে অতিক্রম করে, ফলে দিন-রাত প্রায় সমান থাকে। এই সময় উদিত পূর্ণিমার চাঁদ সাধারণের তুলনায় বড়, উজ্জ্বল এবং সোনালি-কমলা রঙের মনে হয়, বিশেষ করে দিগন্তের কাছে থাকলে।

সাধারণ পূর্ণিমার চাঁদ রাতভর ওঠে না, তবে হার্ভেস্ট মুনের সময় চাঁদ দ্রুত ওঠে এবং একাধিক রাত ধরে আকাশে দৃশ্যমান থাকে। সন্ধ্যার সময়ে এটি আরও উজ্জ্বল দেখা যায়।

পাকিস্তান স্পেস অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (SUPARCO) জানিয়েছে, ৭ অক্টোবরের সুপারমুন পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার সব দেশে দেখা যাবে। গড় পূর্ণিমার চাঁদের তুলনায় এই রাতে চাঁদ ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ উজ্জ্বল হবে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হবে প্রায় ৩৬১,৪০০ কিলোমিটার।

জ্যোতির্বিদরা মনে করছেন, দক্ষিণ এশিয়ার আকাশে ৬ ও ৭ অক্টোবর দুই রাতেই সুপারমুন উপভোগ করা যাবে। বিশেষ করে চাঁদ যখন দিগন্তের কাছে থাকবে, তখন সেটি আরও বড় এবং গাঢ় সোনালি-কমলা রঙের দেখাবে।

উল্লেখ্য, সুপারমুন দেখার জন্য কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই। খোলা আকাশে দিগন্ত বরাবর তাকালেই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা সম্ভব। আলোদূষণবিহীন জায়গায় এটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৭ অক্টোবর দেশের আকাশে বছরের প্রথম সুপারমুন

সর্বশেষ আপডেট ০৬:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

চলতি বছরের প্রথম সুপারমুন দেখা যাবে আগামী ৭ অক্টোবর। এই সময় চাঁদ তার কক্ষপথে ঘুরে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে, ফলে স্বাভাবিকের তুলনায় বড় এবং উজ্জ্বল দেখাবে।

জ্যোতির্বিদরা জানিয়েছেন, এই সুপারমুনকে ‘হার্ভেস্ট মুন’ বলা হয়। এটি প্রতি বছর শরৎ ঋতুর শুরুতে দেখা যায়। চলতি বছরে তিনটি সুপারমুনের মধ্যে প্রথমটি এই অক্টোবরের হার্ভেস্ট মুন।

বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সালের হার্ভেস্ট মুন শারদ বিষুবের সময়ের কাছাকাছি ঘটবে। বিষুবের সময় সূর্য পৃথিবীর নিরক্ষরেখার ওপর দিয়ে অতিক্রম করে, ফলে দিন-রাত প্রায় সমান থাকে। এই সময় উদিত পূর্ণিমার চাঁদ সাধারণের তুলনায় বড়, উজ্জ্বল এবং সোনালি-কমলা রঙের মনে হয়, বিশেষ করে দিগন্তের কাছে থাকলে।

সাধারণ পূর্ণিমার চাঁদ রাতভর ওঠে না, তবে হার্ভেস্ট মুনের সময় চাঁদ দ্রুত ওঠে এবং একাধিক রাত ধরে আকাশে দৃশ্যমান থাকে। সন্ধ্যার সময়ে এটি আরও উজ্জ্বল দেখা যায়।

পাকিস্তান স্পেস অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (SUPARCO) জানিয়েছে, ৭ অক্টোবরের সুপারমুন পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার সব দেশে দেখা যাবে। গড় পূর্ণিমার চাঁদের তুলনায় এই রাতে চাঁদ ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ উজ্জ্বল হবে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হবে প্রায় ৩৬১,৪০০ কিলোমিটার।

জ্যোতির্বিদরা মনে করছেন, দক্ষিণ এশিয়ার আকাশে ৬ ও ৭ অক্টোবর দুই রাতেই সুপারমুন উপভোগ করা যাবে। বিশেষ করে চাঁদ যখন দিগন্তের কাছে থাকবে, তখন সেটি আরও বড় এবং গাঢ় সোনালি-কমলা রঙের দেখাবে।

উল্লেখ্য, সুপারমুন দেখার জন্য কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই। খোলা আকাশে দিগন্ত বরাবর তাকালেই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা সম্ভব। আলোদূষণবিহীন জায়গায় এটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে।