হানিয়া আমিরের আগমনে হতাশ বারিশা হক

- সর্বশেষ আপডেট ১০:০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 75
হানিয়া আমিরের ঢাকায় আগমন ঘিরে দেশের ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। পাকিস্তানি এই জনপ্রিয় অভিনেত্রী আসার পর থেকেই তাকে নিয়ে জমে উঠেছে নানা আলোচনা। নাগা মরিচের ফুচকা খাওয়া থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখা—সবকিছুতেই ছিলো মানুষের আগ্রহের ঝলক। শনিবারের এক অনুষ্ঠানেও তিনি ছিলেন সবার দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু।
তবে এই উচ্ছ্বাসের আবহে নিজের হতাশার কথা জানিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী বারিশা হক। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, পাকিস্তানি শিল্পীদের যেভাবে অভ্যর্থনা, সম্মান ও ভালোবাসা দেওয়া হচ্ছে, তা প্রশংসনীয় হলেও দেশের শিল্পীরা দর্শকদের কাছে সেই মর্যাদা পান না।
তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানি নাটক বা অভিনেত্রীদের তিনি চেনেন না, কোনো অনুষ্ঠানের আমন্ত্রণও পাননি। তবুও তিনি খুশি যে অতিথি শিল্পীকে এভাবে ভালোবাসা দেওয়া হচ্ছে। তবে একইসঙ্গে তিনি দুঃখ প্রকাশ করেন, স্থানীয় শিল্পীদের প্রতি দর্শকদের অবহেলা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছে।
বারিশা হক পরিচিত একজন অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী ও উপস্থাপিকা। ২০০৮ সালে বিটিভির কুইজ ও বিতর্ক কর্মসূচির মাধ্যমে তিনি আলোচনায় আসেন। বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নাচে প্রশিক্ষণ নেওয়া বারিশা নাচ, উপস্থাপনা ও অভিনয়ে সমানভাবে নিজেকে যুক্ত করেছেন। বর্তমানে অভিনয় কিংবা মডেলিংয়ের পাশাপাশি তিনি ব্র্যান্ড প্রমোশনে বেশি মনোযোগ দিচ্ছেন।