ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 14

নির্বাচন কমিশন

রাজধানীতে আইএফইএস আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের দেওয়া বক্তব্য নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা তৈরি হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যের মাধ্যমে মূলত বোঝাতে চেয়েছেন যে, শরীফ ওসমান হাদির ওপর সংঘটিত সন্ত্রাসী হামলা আসন্ন জাতীয় নির্বাচনকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না। একই সঙ্গে কমিশন তার দ্রুত আরোগ্য কামনা করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

নির্বাচন কমিশন আরও জানায়, শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে প্রধান নির্বাচন কমিশনার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। এ প্রেক্ষিতে গত রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশনের পক্ষ থেকে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

সর্বশেষ আপডেট ০৯:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

রাজধানীতে আইএফইএস আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের দেওয়া বক্তব্য নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা তৈরি হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যের মাধ্যমে মূলত বোঝাতে চেয়েছেন যে, শরীফ ওসমান হাদির ওপর সংঘটিত সন্ত্রাসী হামলা আসন্ন জাতীয় নির্বাচনকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না। একই সঙ্গে কমিশন তার দ্রুত আরোগ্য কামনা করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

নির্বাচন কমিশন আরও জানায়, শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে প্রধান নির্বাচন কমিশনার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। এ প্রেক্ষিতে গত রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশনের পক্ষ থেকে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।