হংকংয়ের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী হামজা চৌধুরী

- সর্বশেষ আপডেট ০৯:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 32
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
জাতীয় দলের অনুশীলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। দেশে ফেরার পর প্রথম দিন অনুশীলনে ঘাম ঝরালেও গণমাধ্যমের সামনে আসেননি ২৮ বছর বয়সী এই ফুটবলার। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে নিজের লক্ষ্য ও মনোভাব প্রকাশ করেন হামজা।
হামজা বলেন, “আমাদের সামনে দারুণ সুযোগ আছে। কোচের সঙ্গে কাজ করছি, টিমে ট্যালেন্ট আছে, আগ্রাসন আছে। এখন প্রয়োজন আত্মবিশ্বাস। ইনশা আল্লাহ, আমরা জিতব।”
এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচে এক পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ—ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র এবং অন্য ম্যাচে পরাজয়। ফলে বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই লাল-সবুজের সামনে।
জাতীয় দলের হয়ে দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপ বাছাই খেলতে নামছেন হামজা। নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “এ নিয়ে আমার তৃতীয়বার বাংলাদেশে আসা। কোচ ও সতীর্থদের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে উঠেছে। সবাই কঠোর পরিশ্রম করছে। টিমে থাকতে ভালো লাগছে। ইনশা আল্লাহ, জয় নিয়েই মাঠ ছাড়ব।”
আগামী ৯ অক্টোবর রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ দল।