সুপার ফোরে ভারত-পাকিস্তানের সম্ভাব্য একাদশ
- সর্বশেষ আপডেট ০২:৩৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 60
কাপের ১৭তম আসরের সুপার ফোরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে একপক্ষীয় জয় পাওয়া ভারতের এবার জয়ের ধারাবাহিকতা বজায় থাকবে কি না, আর পাকিস্তান প্রতিশোধ নেবে—সেটি দেখার অপেক্ষায় ক্রিকেট সমর্থকরা। ম্যাচটি রবিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৮টায় দুবাইয়ে শুরু হবে।
ভারত সুপার ফোরে জয় ধরে রাখতে মরিয়া। নিয়ম রক্ষার ওমান ম্যাচে বিশ্রামে থাকা পেসার জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী এবার একাদশে ফিরবেন। একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
পাকিস্তানও ভারতের বিপক্ষে একই একাদশে খেলতে পারে, যেখানে ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিমের পরিবর্তে আগে খেলেছিলেন খুশদিল শাহ ও হারিস রউফ।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, স্যাঞ্জু স্যামসন, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আলী আগা, হাসান নাওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।






























