সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট বোনের মৃত্যু

- সর্বশেষ আপডেট ০৮:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 40
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট বোন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সাবেক চেয়ারম্যান আছিয়া আলম (৭৮) মারা গেছেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আছিয়া আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার দেবর ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ আহম্মদ। তিনি জানান, আছিয়া আলম বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
আগে আছিয়া আলম মিঠামইন উপজেলায় তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি মিঠামইন সদর ইউনিয়ন পরিষদে দুইবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র ও জনতা আন্দোলনের সময় মিঠামইনে ঘটে যাওয়া সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আছিয়া আলমকে ও আরও শতাধিককে আসামি করে মামলা করা হয়েছিল। এ মামলা দুটির পরবর্তী প্রক্রিয়ায় স্থানীয় যুবদল ও বিএনপির নেতাদের উদ্যোগে অভিযোগ দায়ের করা হয়।