সাদাপাথর লুট মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

- সর্বশেষ আপডেট ০৯:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 9
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় সাদাপাথর লুট ও বৈষম্যবিরোধী মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা কাজী আব্দুল অদুদ আলফু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার কৃষি ব্যাংকের সামনে থেকে তাকে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত কাজী আব্দুল অদুদ আলফু মিয়া ভোলাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং ৩ নম্বর তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলফু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সাদাপাথর লুট ও বৈষম্যবিরোধী মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে।
ওসি আরও বলেন, “এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। সাদাপাথর ও বালু লুটের সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”