শারমীন এস মুরশিদ
সরকার আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে আসেনি

- সর্বশেষ আপডেট ০৭:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 56
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে আসেনি। আমরা ফেরেশতা নই, জাদু দিয়ে সব কিছু করে দিতে পারব না। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক করা হবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে গাজীপুরের টঙ্গীর নতুনবাজার এলাকায় শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প কারখানায় পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সব জায়গায় পোকামাকড়ের মতো দুর্নীতি আছে। যেখানে হাত দিচ্ছি সেখানেই ঝাড়ু দিতে হচ্ছে। মুক্তার মতো একটি শিল্প স্বয়ংসম্পূর্ণ হওয়া উচিত ছিল। এর চেয়ে বেসরকারি সেক্টরে অনেক ছোট প্রকল্প আছে, যা স্বয়ংসম্পূর্ণ এবং সেখানে ভর্তুকি দিতে হয় না।”
উপদেষ্টা আরও বলেন, “আমরা শত যুগের আবর্জনার মধ্যে পড়েছি। যুগ যুগ ধরে এ অব্যবস্থাপনা চলছে। আমাদের দেখতে হবে কাজের পরিধি কত এবং সময় কত। সেই সময়ের সঙ্গে কাজ ভাগ করলে বোঝা যাবে, কেন আমরা সব জায়গায় হাত দিতে পারিনি। তবে যেখানেই আমরা হাত দিচ্ছি, সেখানেই সংস্কার হচ্ছে।”
তিনি উল্লেখ করেন, “এখন মুক্তা পানিতে আমরা হাত দিয়েছি। মুক্তা পানির সব কর্মকর্তা-কর্মচারীরা তা জানে। মুক্তা এখন একটি সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। সারা বিশ্বে পানির জায়গায় প্লাস্টিক বোতলের বিকল্প এখনও তৈরি হয়নি। তবে আমি চাইব, মুক্তায় যেন প্লাস্টিক বিষয়ক একটি গবেষণা সেল থাকে।”
এর আগে উপদেষ্টা প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমান, মৈত্রী শিল্পের কারখানা ব্যবস্থাপক মহসিন আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ১৯৮০ সালে টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প নামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে প্লাস্টিক পণ্যসহ ১২৮টি পণ্য উৎপাদিত হয়। ১২৫ জন কর্মীর মধ্যে ৯৭ শতাংশই প্রতিবন্ধী।