শেষ দফায় বৈঠকে বসছে ঐকমত্য কমিশন

- সর্বশেষ আপডেট ০৯:৫৬:০১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 18
‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেষ দফার বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার (৫ অক্টোবর) এ বৈঠকে সনদের বাস্তবায়ন কাঠামো নিয়ে চূড়ান্ত আলোচনা হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে আয়োজিত সভায় চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা করেন কমিশনের সদস্যরা। বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সম্ভাব্য পদ্ধতি, বিশেষজ্ঞদের মতামত এবং বিভিন্ন রাজনৈতিক দলের পূর্ববর্তী প্রস্তাবসমূহ পুনরায় বিশ্লেষণ করা হয়।
কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া ঐকমত্য প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।
কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববারের বৈঠকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন কাঠামো ও রূপরেখা বিষয়ে চূড়ান্ত মতামত নেওয়া হবে।
এর আগে ১৬ সেপ্টেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত তৃতীয় ধাপের সংলাপে কমিশন জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একাধিক প্রস্তাব উপস্থাপন করে। দলগুলোর অভ্যন্তরীণ আলোচনার জন্য ২ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
এরও আগে দ্বিতীয় ধাপের আলোচনার পর সনদের আইনি ভিত্তি নির্ধারণে বিশেষজ্ঞদের সঙ্গে চার দফা বৈঠক করে কমিশন। দলগুলোকেও পাঠানো হয় খসড়া প্রস্তাব।
দুই পর্বের আলোচনায় মোট ৮৪টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে ওঠে। আগামীকাল রোববার সনদের বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্ত করা গেলে প্রায় আট মাসের মধ্যে শেষ হবে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম।