শেখ হাসিনাকে ফেরাতে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি
- সর্বশেষ আপডেট ০৮:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 30
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা এবং বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে চব্বিশের গণ-অভ্যুত্থানের আদর্শ ধারণকারী ঐক্যবদ্ধ মোর্চা ও জুলাই ঐক্য।
সোমবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ এলাকা থেকে কর্মসূচিটি শুরু হবে। এতে সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর কয়েকজন নেতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। কর্মসূচির নেতৃত্ব দেবেন জুলাই ঐক্যের সংগঠকরা।
সংগঠনগুলোর অভিযোগ, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতের ঘনিষ্ঠ কিছু গোষ্ঠী নতুন করে বাংলাদেশকে কেন্দ্র করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের দাবি, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়া হয়েছে এবং সাম্প্রতিক ঘটনাবলিকে ঘিরে উসকানিমূলক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। তারা বলেন, বাংলাদেশে কোনো ধরনের আধিপত্যবাদ তারা মেনে নেবে না।
ঘোষণায় আরও জানানো হয়, এই কর্মসূচি থেকে ভারত সরকার ও দেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নির্দিষ্ট দাবির বিষয়ে আলটিমেটাম দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের ফেরত না আনা হলে পরবর্তী পরিস্থিতির দায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিতে হবে বলে তারা সতর্ক করেন।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচন ব্যাহত করার উদ্দেশ্যে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এ পরিস্থিতিতে দেশ রক্ষার আন্দোলনে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে রাজপথে সক্রিয় হওয়ার ডাক দেওয়া হয়।





























