ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মির্জা আব্বাস

শুনেছি হত্যার জন্য ৭০ জনের তালিকা করা হয়েছে

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 42

মির্জা আব্বাস

টার্গেট কিলিংয়ের উদ্দেশে একটি দল ৭০ জনের তালিকা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আমরা শুনলাম আপনারা ৭০ জনের নাকি লিস্ট করেছেন যে হত্যা করবেন। প্রায়ই আমরা ফোন পাই। আমার বহু নেতা-কর্মী ফোন পেয়েছে, (হুমকি দেওয়া হয়েছে) সাবধান হয়ে যান। আমরা বিএনপি সকল রকম হত্যাকাণ্ড থেকে দূরে থাকতে চাই, দূরে আছি, দূরে থাকবো। কিন্তু হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করবে বিএনপি সকল সময় তাদের প্রতিরোধ করবে।’

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, গুলি করার কাজ যারা করে তারা চিহ্নিত দল। এই দলটি কখনোই বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। তারা বলে ৫৪ বছরের প্রতিশোধ নেবে আগামী নির্বাচনে। কার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবেন, যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের নাকি নতুন প্রজন্মকে?

তিনি বলেন, এক শ্রেণির বুদ্ধিজীবী গজিয়েছে, তারা বলে বিএনপি ঠেকাও। কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো কথা বলে না।

মির্জা আব্বাস আরও বলেন, সেই ১৯৭১ সাল থেকে হত্যাকাণ্ড শুরু হয়েছিল তা এখনও শেষ হয়নি। সেই ৭১ সালের গোষ্ঠী বাংলাদেশে আবার আবির্ভূত হয়েছে।

ওসমান হাদি হত্যাচেষ্টা সম্পর্কে তিনি বলেন, এটি একটি অপ্রয়োজনীয় ঘটনা। একটি মানুষকে এভাবে হত্যাচেষ্টার কোনো প্রয়োজন ছিল না। বাংলাদেশে বহু নির্বাচন হয়েছে আরও বহু নির্বাচন যাবে। কিন্তু এই ধরনের কাজ (হত্যাকাণ্ড) যারা করে তারা চিহ্নিত একটি দল। তারা বাংলাদেশের মানুষেক কোনোদিনই শান্তিতে থাকতে দেবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মির্জা আব্বাস

শুনেছি হত্যার জন্য ৭০ জনের তালিকা করা হয়েছে

সর্বশেষ আপডেট ০৮:৩৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

টার্গেট কিলিংয়ের উদ্দেশে একটি দল ৭০ জনের তালিকা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আমরা শুনলাম আপনারা ৭০ জনের নাকি লিস্ট করেছেন যে হত্যা করবেন। প্রায়ই আমরা ফোন পাই। আমার বহু নেতা-কর্মী ফোন পেয়েছে, (হুমকি দেওয়া হয়েছে) সাবধান হয়ে যান। আমরা বিএনপি সকল রকম হত্যাকাণ্ড থেকে দূরে থাকতে চাই, দূরে আছি, দূরে থাকবো। কিন্তু হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করবে বিএনপি সকল সময় তাদের প্রতিরোধ করবে।’

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, গুলি করার কাজ যারা করে তারা চিহ্নিত দল। এই দলটি কখনোই বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। তারা বলে ৫৪ বছরের প্রতিশোধ নেবে আগামী নির্বাচনে। কার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবেন, যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের নাকি নতুন প্রজন্মকে?

তিনি বলেন, এক শ্রেণির বুদ্ধিজীবী গজিয়েছে, তারা বলে বিএনপি ঠেকাও। কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো কথা বলে না।

মির্জা আব্বাস আরও বলেন, সেই ১৯৭১ সাল থেকে হত্যাকাণ্ড শুরু হয়েছিল তা এখনও শেষ হয়নি। সেই ৭১ সালের গোষ্ঠী বাংলাদেশে আবার আবির্ভূত হয়েছে।

ওসমান হাদি হত্যাচেষ্টা সম্পর্কে তিনি বলেন, এটি একটি অপ্রয়োজনীয় ঘটনা। একটি মানুষকে এভাবে হত্যাচেষ্টার কোনো প্রয়োজন ছিল না। বাংলাদেশে বহু নির্বাচন হয়েছে আরও বহু নির্বাচন যাবে। কিন্তু এই ধরনের কাজ (হত্যাকাণ্ড) যারা করে তারা চিহ্নিত একটি দল। তারা বাংলাদেশের মানুষেক কোনোদিনই শান্তিতে থাকতে দেবে না।