র্যাগিংয়ের শাস্তি দিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের টালবাহানা
- সর্বশেষ আপডেট ০৭:০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / 15
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের পাঁচজন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে নবীন শিক্ষার্থীকে অমানবিক র্যাগিংয়ের অভিযোগের সত্যতা মিললেও শাস্তি কার্যকরে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তদন্ত প্রতিবেদন জমা পড়লেও তা এখনো প্রশাসনিক প্রক্রিয়ায় আটকে রয়েছে।
পদার্থবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী আল শাহারিয়ার মোহাম্মদ মুস্তাকিম মজুমদারকে র্যাগ দেওয়ার অভিযোগ তদন্ত করে বিশ্ববিদ্যালয় গঠিত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে। গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ তৌফিক আলমের কাছে জমা দেয়।
তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং এতে শাস্তিমূলক কিছু সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, উপাচার্য প্রতিবেদনটি সিন্ডিকেটে উপস্থাপন করবেন। সিন্ডিকেটের অনুমোদন পেলে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত কমিটির সদস্য ও সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম মিয়া বলেন, অভিযোগকারীসহ সংশ্লিষ্ট ভুক্তভোগী শিক্ষার্থীদের লিখিত বক্তব্য ও মৌখিক সাক্ষাৎকার নেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীদের বক্তব্যও সংগ্রহ করা হয়। সব তথ্য যাচাই-বাছাই ও ক্রসচেকের পর অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির সুপারিশ করা হয়েছে।
এর আগে গত ২৬ নভেম্বর টোল প্লাজা এলাকায় রাতভর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন আল শাহারিয়ার মোহাম্মদ মুস্তাকিম মজুমদার। ঘটনার বিচার চেয়ে তিনি ৩০ নভেম্বর উপাচার্য, প্রক্টর ও বিভাগীয় চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন। পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে এবং পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। নির্ধারিত সময়ের মধ্যেই কমিটি প্রতিবেদন জমা দিলেও তা এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, তদন্ত কমিটি শাস্তির সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। তবে সিন্ডিকেটের অনুমোদন ছাড়া শাস্তি কার্যকর করার আইনগত সুযোগ না থাকায় কিছুটা সময় লাগছে। তিনি জানান, আগামী সিন্ডিকেট সভায় এই জটিলতা দূর করার বিষয়টি উত্থাপন করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।






























