রাশিয়া-উত্তর কোরিয়ার বন্ধুত্ব ‘অমর’: কিম জং-উন

- সর্বশেষ আপডেট ০৮:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 28
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, রাশিয়া-উত্তর কোরিয়ার বন্ধুত্ব ‘অমর’। এ সময় রাশিয়ার সঙ্গে নিজ দেশের ব্যতিক্রমী ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করেন তিনি।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশিত এক বার্তায় এ খবর জানানো হয়।
বার্তায়, পুতিনের ‘বিজ্ঞ নেতৃত্ব’ এবং ‘দেশপ্রেমের’ প্রশংসা করেছেন উত্তর কোরিয়ার নেতা।
কিম আরও বলেন, রাশিয়া ‘একটি বিশ্বশক্তি হিসেবে তার গৌরব প্রদর্শন করছে’ এবং একটি ‘নতুন, বহু-মেরুকৃত বিশ্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছে’।
পিয়ংইয়ং ‘রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে আন্তঃরাষ্ট্রীয় চুক্তি বাস্তবায়নের প্রতি বিশ্বস্ত থাকবে’ বলে প্রতিশ্রুতি দিয়েছেন কিম, এটিকে বর্ণনা করেছেন ‘ভ্রাতৃত্বপূর্ণ কর্তব্য’ হিসেবে।
‘জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য রাশিয়ার ন্যায্য সংগ্রামের’ প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন কিম জং উন।
উত্তর কোরিয়ার নেতা বলেছেন, ‘পিয়ংইয়ং এবং মস্কো সর্বদা একসাথে থাকবে এবং আমাদের বন্ধুত্ব অমর।’