ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ প্রকাশের পরও

রাধানগর স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে তৎপরতার অভাব

শফিকুল ইসলাম, রায়পুরা (নরসিংদী)
  • সর্বশেষ আপডেট ০১:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 134

রাধানগর স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে তৎপরতার অভাব

নরসিংদীর রায়পুরা উপজেলায় অবস্থিত রাধানগর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দীর্ঘদিন ধরে অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব এবং অযত্নের কারণে বেহাল অবস্থায় রয়েছে। ময়লা স্তুপে পরিবেশ নষ্ট হওয়ায় স্থানীয়রা স্বাস্থ্য সেবা নিতে চরম ভোগান্তির মধ্যে পড়ছেন। জনকল্যাণমুখী সংবাদ প্রকাশের পরও কেন্দ্রটির কর্তৃপক্ষের তেমন তৎপরতা লক্ষ্য করা যায়নি।

চলতি বছরের ১৩ সেপ্টেম্বর জাতীয় অনলাইন দৈনিক “বাংলা অ্যাফোর্য়াস” এবং বিভিন্ন স্থানীয় পত্রিকায় “রায়পুরায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বেহাল দশা” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর উপজেলা ও স্থানীয় সেবাগ্রহীতাসহ এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু এর পরও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম চালু হয়নি। সেবাগ্রহীতা ও স্থানীয়রা কেন্দ্রটির দায়িত্বহীনতার বিষয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় অভিযোগ অনুযায়ী, একসময় রাধানগর কেন্দ্রটিতে সাধারণ শিশু জন্মগ্রহণ সেবা থেকে শুরু করে সকল ধরনের স্বাস্থ্য সেবা প্রদান করা হতো। কিন্তু বর্তমানে এসব সেবা বন্ধ রয়েছে। স্থানীয়রা কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চাচ্ছেন।

সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী, হাবিবুল্লাহ, সেলিম ও অন্যান্যরা জানিয়েছেন, সংবাদ প্রকাশের পরও কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কার্যক্রম চালু করতে কোনো উদ্যোগ গ্রহণ করেননি।

এ বিষয়ে মাতৃত্বকালীন ছুটিতে থাকা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা লিজা আক্তারের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শিকা হনুফা বেগম মুঠোফোনে জানান, তিনি বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন এবং মুঠোফোন কেটে দেন। তিনি আরও বলেন, তার এখন অতিরিক্ত দায়িত্ব নেই এবং লিজা আক্তারকে কেন্দ্রটির যাবতীয় বিষয় বুঝিয়ে দেওয়া হয়েছে।

রায়পুরা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান মুঠোফোনে জানান, তিন উপজেলায় অতিরিক্ত দায়িত্ব থাকার কারণে স্থানীয়দের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এখনও পদক্ষেপ নেওয়া যায়নি। তবে তিনি জানান, বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংবাদ প্রকাশের পরও

রাধানগর স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে তৎপরতার অভাব

সর্বশেষ আপডেট ০১:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

নরসিংদীর রায়পুরা উপজেলায় অবস্থিত রাধানগর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দীর্ঘদিন ধরে অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব এবং অযত্নের কারণে বেহাল অবস্থায় রয়েছে। ময়লা স্তুপে পরিবেশ নষ্ট হওয়ায় স্থানীয়রা স্বাস্থ্য সেবা নিতে চরম ভোগান্তির মধ্যে পড়ছেন। জনকল্যাণমুখী সংবাদ প্রকাশের পরও কেন্দ্রটির কর্তৃপক্ষের তেমন তৎপরতা লক্ষ্য করা যায়নি।

চলতি বছরের ১৩ সেপ্টেম্বর জাতীয় অনলাইন দৈনিক “বাংলা অ্যাফোর্য়াস” এবং বিভিন্ন স্থানীয় পত্রিকায় “রায়পুরায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বেহাল দশা” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর উপজেলা ও স্থানীয় সেবাগ্রহীতাসহ এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু এর পরও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম চালু হয়নি। সেবাগ্রহীতা ও স্থানীয়রা কেন্দ্রটির দায়িত্বহীনতার বিষয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় অভিযোগ অনুযায়ী, একসময় রাধানগর কেন্দ্রটিতে সাধারণ শিশু জন্মগ্রহণ সেবা থেকে শুরু করে সকল ধরনের স্বাস্থ্য সেবা প্রদান করা হতো। কিন্তু বর্তমানে এসব সেবা বন্ধ রয়েছে। স্থানীয়রা কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চাচ্ছেন।

সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী, হাবিবুল্লাহ, সেলিম ও অন্যান্যরা জানিয়েছেন, সংবাদ প্রকাশের পরও কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কার্যক্রম চালু করতে কোনো উদ্যোগ গ্রহণ করেননি।

এ বিষয়ে মাতৃত্বকালীন ছুটিতে থাকা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা লিজা আক্তারের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শিকা হনুফা বেগম মুঠোফোনে জানান, তিনি বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন এবং মুঠোফোন কেটে দেন। তিনি আরও বলেন, তার এখন অতিরিক্ত দায়িত্ব নেই এবং লিজা আক্তারকে কেন্দ্রটির যাবতীয় বিষয় বুঝিয়ে দেওয়া হয়েছে।

রায়পুরা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান মুঠোফোনে জানান, তিন উপজেলায় অতিরিক্ত দায়িত্ব থাকার কারণে স্থানীয়দের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এখনও পদক্ষেপ নেওয়া যায়নি। তবে তিনি জানান, বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।