ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মালদ্বীপে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে
  • সর্বশেষ আপডেট ০৯:৩২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 35

মালদ্বীপে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন করা হয়েছে।  রোববার ( ১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মিশনের সম্মানিত কাউন্সেলর মো. সোহেল পারভেজ, হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতির প্রেরিত বাণী পাঠ করেন হাইকমিশনের ব্যক্তিগত কর্মকর্তা মো. হাবিবুর রহমান এবং প্রধান উপদেষ্টার প্রেরিত বাণী পাঠ করেন হাইকমিশনের কল্যাণ সহকারী মো. আল-মামুন পাঠান। এরপর ১৯৭১ সালে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন মো. খলিলুর রহমান এবং মো. সাজ্জাদ হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং ১৯৭১ সালে নিহত সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্বাধীনতা অর্জন ও দেশ গঠনে শহীদ বুদ্ধিজীবীদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং বলেন, দেশের সকল নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করলেই একটি দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব।

হাইকমিশনার তাঁর বক্তব্যে পোস্টাল ভোট বিডি অ্যাপ–এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও ভোটদানে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সকল ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। মান্যবর হাইকমিশনার অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মালদ্বীপে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সর্বশেষ আপডেট ০৯:৩২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন করা হয়েছে।  রোববার ( ১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মিশনের সম্মানিত কাউন্সেলর মো. সোহেল পারভেজ, হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতির প্রেরিত বাণী পাঠ করেন হাইকমিশনের ব্যক্তিগত কর্মকর্তা মো. হাবিবুর রহমান এবং প্রধান উপদেষ্টার প্রেরিত বাণী পাঠ করেন হাইকমিশনের কল্যাণ সহকারী মো. আল-মামুন পাঠান। এরপর ১৯৭১ সালে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন মো. খলিলুর রহমান এবং মো. সাজ্জাদ হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং ১৯৭১ সালে নিহত সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্বাধীনতা অর্জন ও দেশ গঠনে শহীদ বুদ্ধিজীবীদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং বলেন, দেশের সকল নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করলেই একটি দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব।

হাইকমিশনার তাঁর বক্তব্যে পোস্টাল ভোট বিডি অ্যাপ–এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও ভোটদানে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সকল ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। মান্যবর হাইকমিশনার অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।