মাকে ৩৬ কোটি টাকার শেয়ার উপহার দিলেন মির্জা আব্বাসের ছেলে

- সর্বশেষ আপডেট ০৯:১৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 89
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে প্রায় ৩৬ কোটি টাকা সমমূল্যের শেয়ার উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের ছেলে মির্জা ইয়াসির আব্বাস। তাকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির শেয়ার উপহার দেওয়া হবে।
রোববার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ঢাকা ব্যাংকের প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে, বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তার মা আফরোজা আব্বাসকে ব্যাংকের ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার দেবেন।
শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক হতে হলে সেই পরিচালকের হাতে ন্যূনতম দুই শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক। উপহারের এই শেয়ারের মাধ্যমে আফরোজা আব্বাস ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দিতে পারবেন।
ঢাকা ব্যাংকের একজন সূত্র জানান, মাকে ব্যাংকের পরিচালক করার উদ্দেশ্যেই এই শেয়ার উপহার দেওয়া হচ্ছে।