ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিজিএমইএ নির্বাচনে ফোরাম প্যানেলের জয়

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:২৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 4823

বিজিএমইএ নির্বাচনে ফোরাম প্যানেলের জয়

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে বড় জয় পেয়েছে ফোরাম প্যানেল। ঢাকায় ২৬টি পরিচালক পদের মধ্যে ২৫টিতে এবং চট্টগ্রামে ৯টির মধ্যে ৬টি পদে জয়ী হয়েছেন এ জোটের প্রার্থীরা। ফলে মোট ৩৫ পরিচালক পদের মধ্যে ৩১টি দখল করেছে ফোরাম। অন্যদিকে সম্মিলিত পরিষদ জয়ী হয়েছে ৪টি পদে।

ফোরাম প্যানেলের এ সংখ্যাগরিষ্ঠতার ফলে বিজিএমইএর পরবর্তী সভাপতি হচ্ছেন ফোরামের প্যানেল লিডার ও রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)। আগামী ২ জুন নবনির্বাচিত পরিচালকরা ভোটের মাধ্যমে সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন।

বিজিএমইএ নির্বাচনে ফোরামের প্যানেল ঘোষণা
বিজিএমইএ নির্বাচনে ফোরামের প্যানেল ঘোষণা

শনিবার (৩১ মে) ঢাকার এবং চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে সকাল ৮টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে ৩৫টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৭৬ জন প্রার্থী। ভোট দেন এক হাজার ৮৬৪ জন পোশাক মালিক।

নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদ উভয় জোটই পূর্ণ প্যানেল নিয়ে অংশ নেয়। এছাড়া ছয়জন প্রার্থী ঐক্য পরিষদের ব্যানারে স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন।

ফোরামের নেতৃত্ব দিয়েছেন মাহমুদ হাসান খান (বাবু), আর সম্মিলিত পরিষদের নেতৃত্বে ছিলেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিজিএমইএ নির্বাচনে ফোরাম প্যানেলের জয়

সর্বশেষ আপডেট ১১:২৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে বড় জয় পেয়েছে ফোরাম প্যানেল। ঢাকায় ২৬টি পরিচালক পদের মধ্যে ২৫টিতে এবং চট্টগ্রামে ৯টির মধ্যে ৬টি পদে জয়ী হয়েছেন এ জোটের প্রার্থীরা। ফলে মোট ৩৫ পরিচালক পদের মধ্যে ৩১টি দখল করেছে ফোরাম। অন্যদিকে সম্মিলিত পরিষদ জয়ী হয়েছে ৪টি পদে।

ফোরাম প্যানেলের এ সংখ্যাগরিষ্ঠতার ফলে বিজিএমইএর পরবর্তী সভাপতি হচ্ছেন ফোরামের প্যানেল লিডার ও রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)। আগামী ২ জুন নবনির্বাচিত পরিচালকরা ভোটের মাধ্যমে সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন।

বিজিএমইএ নির্বাচনে ফোরামের প্যানেল ঘোষণা
বিজিএমইএ নির্বাচনে ফোরামের প্যানেল ঘোষণা

শনিবার (৩১ মে) ঢাকার এবং চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে সকাল ৮টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে ৩৫টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৭৬ জন প্রার্থী। ভোট দেন এক হাজার ৮৬৪ জন পোশাক মালিক।

নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদ উভয় জোটই পূর্ণ প্যানেল নিয়ে অংশ নেয়। এছাড়া ছয়জন প্রার্থী ঐক্য পরিষদের ব্যানারে স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন।

ফোরামের নেতৃত্ব দিয়েছেন মাহমুদ হাসান খান (বাবু), আর সম্মিলিত পরিষদের নেতৃত্বে ছিলেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম।