বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

- সর্বশেষ আপডেট ০৬:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 33
চলতি মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগেই সিরিজের সূচি ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার বিসিবি ওই সূচিতে কিছু পরিবর্তন ঘোষণা করেছে।
এক বার্তায় বিসিবি জানিয়েছে, দুই বোর্ডের সমঝোতার মাধ্যমে সিরিজের সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচিতে একটি ওয়ানডে এবং দুটি টি-২০ ম্যাচের তারিখ পরিবর্তন করা হয়েছে।
পুরনো সূচি অনুযায়ী ১৫ অক্টোবর বাংলাদেশে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ১৮ অক্টোবর মিরপুর স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ওয়ানডে ২০ অক্টোবর হওয়ার কথা ছিল, যা পরিবর্তিত হয়ে ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। শেষ ওয়ানডে ম্যাচ ২৩ অক্টোবর মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ ২৬ ও ২৮ অক্টোবর হওয়ার কথা ছিল। নতুন সূচিতে এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ অক্টোবর। শেষ ম্যাচ হবে ৩১ অক্টোবর। ওয়ানডে ম্যাচগুলো দুপুর ১টা ৩০ মিনিটে এবং টি-২০ ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে।