ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
জিএম কাদের

ফেব্রুয়ারির নির্বাচন সরকারি ও আধা-সরকারি দলের মধ্যেই হবে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 23

জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন করা হচ্ছে। তিনি মন্তব্য করেছেন, আসন্ন নির্বাচন মূলত সরকারি দল ও আধা-সরকারি দলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় জিএম কাদের এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন নিয়ে এত আলোচনা হচ্ছে, আমরা মনে করি এটি সঠিক অর্থে নির্বাচন নয়। এটি নির্বাচনের নামে কিছুটা প্রহসন। কারণ, শেখ হাসিনা সরকারের পূর্ববর্তী নির্বাচনে দেখা গেছে, তার দল নিজের দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সামান্য কিছু ব্যতিক্রম ছিল, যেখানে আমাদেরও কিছু অংশগ্রহণ বাধ্য হয়ে হয়েছিল। এবারও মূলত সরকারি দল এবং আধা-সরকারি দল মধ্যেই নির্বাচন হচ্ছে।”

জিএম কাদের আরও বলেন, সাধারণভাবে এই ধরনের নির্বাচনে একটি পক্ষ ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ সরকারী কাঠামোর অধীনে থাকে, আর অপর পক্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকে। কিন্তু এবার সরকারী পক্ষ ও অর্ধ-সরকারি পক্ষের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা সীমিত থাকবে। এতে নির্বাচনের প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “নির্বাচনের নামে কিছুটা হলেও পূর্বনির্ধারিত দলের সুবিধা থাকবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জিএম কাদের

ফেব্রুয়ারির নির্বাচন সরকারি ও আধা-সরকারি দলের মধ্যেই হবে

সর্বশেষ আপডেট ০৬:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন করা হচ্ছে। তিনি মন্তব্য করেছেন, আসন্ন নির্বাচন মূলত সরকারি দল ও আধা-সরকারি দলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় জিএম কাদের এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন নিয়ে এত আলোচনা হচ্ছে, আমরা মনে করি এটি সঠিক অর্থে নির্বাচন নয়। এটি নির্বাচনের নামে কিছুটা প্রহসন। কারণ, শেখ হাসিনা সরকারের পূর্ববর্তী নির্বাচনে দেখা গেছে, তার দল নিজের দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সামান্য কিছু ব্যতিক্রম ছিল, যেখানে আমাদেরও কিছু অংশগ্রহণ বাধ্য হয়ে হয়েছিল। এবারও মূলত সরকারি দল এবং আধা-সরকারি দল মধ্যেই নির্বাচন হচ্ছে।”

জিএম কাদের আরও বলেন, সাধারণভাবে এই ধরনের নির্বাচনে একটি পক্ষ ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ সরকারী কাঠামোর অধীনে থাকে, আর অপর পক্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকে। কিন্তু এবার সরকারী পক্ষ ও অর্ধ-সরকারি পক্ষের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা সীমিত থাকবে। এতে নির্বাচনের প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “নির্বাচনের নামে কিছুটা হলেও পূর্বনির্ধারিত দলের সুবিধা থাকবে।”