প্রকাশ হলো প্রীতম-তাহানের “আন্তালি হাবিবি”
- সর্বশেষ আপডেট ০২:৫৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 197
সুরকার হিসেবে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করলেও সম্প্রতি একের পর এক মৌলিক গান প্রকাশ করে আলোচনায় আসছেন এফ এ প্রীতম। এবার “আন্তালি হাবিবি” শিরোনামে একটি দ্বৈত গানে তাহান খানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তিনি।
মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশ পেয়েছে এঞ্জেল মিউজিকের ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন এফ এ প্রীতম ও ইলিয়াস হোসাইন। প্রীতমের সুরে এর সংগীতায়োজন করেছেন শোভন রায়।
রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। পাভেল মাহমুদের পরিচালনা ও বিল্লাল হোসেনের নির্দেশনায় ভিডিওতে অভিনয় করেছেন আসরিন, প্রীতম ও তাহান।
গানটি সম্পর্কে এফ এ প্রীতম বলেন, বাংলা ও আরবি ভাষার সংমিশ্রণে গানটি ভিন্নমাত্রার একটি কাজ হিসেবে তৈরি করা হয়েছে। এর আগে গানটির অডিও প্রকাশিত হলেও এবার মিউজিক ভিডিও প্রকাশ হলো। তিনি আশা প্রকাশ করেন, “আন্তালি হাবিবি” গানটি শ্রোতাদের ভালো লাগবে।
অন্যদিকে তাহান খান বলেন, এফ এ প্রীতমের সঙ্গে গাইতে পেরে তিনি আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের নতুন কাজের মাধ্যমে শ্রোতাদের গান উপহার দেওয়ার আগ্রহের কথাও জানান তিনি।


































