ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পদ থেকে অব্যাহতি চাইলেন মাউশি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 29

মাউশি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খান দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে লিখিতভাবে অব্যাহতির আবেদন জমা দেন।

এর আগের দিন (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা শুরু হয় যে, বর্তমান মহাপরিচালককে পদ থেকে সরানো হতে পারে। পরে ওই দিনই মাউশির মহাপরিচালক পদে নতুন নিয়োগের জন্য আবেদন আহ্বান করে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তারা এ পদে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের সৎ, দায়িত্বশীল ও প্রশাসনিক কাজে অভিজ্ঞ হতে হবে এবং শিক্ষাগত ও প্রশিক্ষণজনিত ক্ষেত্রে কৃতিত্বের প্রমাণ থাকতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, মহাপরিচালক অধ্যাপক আজাদ খানের কার্যক্রমে মন্ত্রণালয়ের নীতিনির্ধারকেরা সন্তুষ্ট নন। তাই নতুন উপযুক্ত প্রার্থী বাছাইয়ের জন্য যাচাই-বাছাই প্রক্রিয়াসহ আবেদন আহ্বান করা হয়েছে।

এমন প্রেক্ষাপটে অধ্যাপক আজাদ খান নিজে থেকেই অব্যাহতি চেয়ে আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেছেন, স্বাস্থ্যগত কারণে দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে, তাই তিনি পদ থেকে অব্যাহতি চান।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি অধ্যাপক মুহাম্মদ আজাদ খান মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন।

এর আগে এ পদে দায়িত্বে থাকা অধ্যাপক এহতেসাম উল হককে নিয়োগের পর শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আন্দোলনের মুখে ২০ দিনের মাথায় সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তাকে ওএসডি করা হয়। এরপর থেকেই মাউশির মহাপরিচালক পদে স্থিতিশীল নেতৃত্বের অভাব দেখা দেয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পদ থেকে অব্যাহতি চাইলেন মাউশি মহাপরিচালক

সর্বশেষ আপডেট ০৯:২০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খান দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে লিখিতভাবে অব্যাহতির আবেদন জমা দেন।

এর আগের দিন (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা শুরু হয় যে, বর্তমান মহাপরিচালককে পদ থেকে সরানো হতে পারে। পরে ওই দিনই মাউশির মহাপরিচালক পদে নতুন নিয়োগের জন্য আবেদন আহ্বান করে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তারা এ পদে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের সৎ, দায়িত্বশীল ও প্রশাসনিক কাজে অভিজ্ঞ হতে হবে এবং শিক্ষাগত ও প্রশিক্ষণজনিত ক্ষেত্রে কৃতিত্বের প্রমাণ থাকতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, মহাপরিচালক অধ্যাপক আজাদ খানের কার্যক্রমে মন্ত্রণালয়ের নীতিনির্ধারকেরা সন্তুষ্ট নন। তাই নতুন উপযুক্ত প্রার্থী বাছাইয়ের জন্য যাচাই-বাছাই প্রক্রিয়াসহ আবেদন আহ্বান করা হয়েছে।

এমন প্রেক্ষাপটে অধ্যাপক আজাদ খান নিজে থেকেই অব্যাহতি চেয়ে আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেছেন, স্বাস্থ্যগত কারণে দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে, তাই তিনি পদ থেকে অব্যাহতি চান।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি অধ্যাপক মুহাম্মদ আজাদ খান মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন।

এর আগে এ পদে দায়িত্বে থাকা অধ্যাপক এহতেসাম উল হককে নিয়োগের পর শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আন্দোলনের মুখে ২০ দিনের মাথায় সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তাকে ওএসডি করা হয়। এরপর থেকেই মাউশির মহাপরিচালক পদে স্থিতিশীল নেতৃত্বের অভাব দেখা দেয়।