ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বিএনপি নেতাসহ ৪১ জনের জামায়াতে যোগদান

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়
  • সর্বশেষ আপডেট ০৯:১২:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 35

পঞ্চগড়ে বিএনপি নেতাসহ ৪১ জনের জামায়াতে যোগদান

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিএনপির এক নেতা ও স্থানীয় বাসিন্দাসহ ৪১ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার তিরনইহাট ইউনিয়ন জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফরম পূরণের মাধ্যমে তারা দলে যোগ দেন।

অনুষ্ঠানে নতুন সদস্যদের হাতে ফুল ও সাংগঠনিক বই তুলে দেন জামায়াতের স্থানীয় নেতারা। যোগদানকারীদের মধ্যে নাইবুল ইসলাম ২ নম্বর তিরনইহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া ২০ জন বিএনপির কর্মী-সমর্থক ও বাকিরা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ বলে জানা গেছে।

এ ঘটনার পর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন প্রতিবাদ জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, নাইবুল ইসলামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ২ নম্বর তিরনইহাট ইউনিয়ন বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাইবুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিরনইহাট ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মো. মোজাফফর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হোসাইন, পঞ্চগড় শহর জামায়াতের সেক্রেটারি মো. নাসির উদ্দীন, তেঁতুলিয়া জামায়াতের আমির মাওলানা আবদুল হাকিম, সেক্রেটারি মো. হাবিবুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের তেঁতুলিয়া উপজেলা সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম।

নাইবুল ইসলাম বলেন, “নব্বইয়ের দশক থেকে আমি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে দ্বীনের পথে চলার প্রত্যয় থেকে আমি স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমার সঙ্গে আরও অনেকে যোগ দিয়েছে, কাউকে কোনোভাবে চাপ দেওয়া হয়নি।”

তিনি আরও জানান, “আমি শুক্রবার ইউনিয়ন বিএনপির সভাপতি আমান আলীর বরাবরে পদত্যাগপত্র জমা দিয়েছি এবং পরে জামায়াতে যোগ দিয়েছি।”

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, “নাইবুল ইসলাম ওয়ার্ড পর্যায়ের নেতা, বাকিরা বিএনপির কেউ নয়। তার বিরুদ্ধে আমরা দলীয় ব্যবস্থা নিয়েছি।”

জামায়াতে ইসলামী মনোনীত পঞ্চগড়-১ আসনের প্রার্থী ইকবাল হোসাইন বলেন, “বিএনপি নেতা নাইবুল ইসলামসহ ৪১ জন ইসলামের সেবায় নিজেদের সম্পৃক্ত করতে আন্তরিক ইচ্ছা থেকে জামায়াতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে বিএনপির সমর্থক ছাড়াও ব্যবসায়ী ও সাধারণ মানুষ রয়েছেন। আল্লাহ তায়ালা তাদের এই সিদ্ধান্ত কবুল করুন।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পঞ্চগড়ে বিএনপি নেতাসহ ৪১ জনের জামায়াতে যোগদান

সর্বশেষ আপডেট ০৯:১২:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিএনপির এক নেতা ও স্থানীয় বাসিন্দাসহ ৪১ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার তিরনইহাট ইউনিয়ন জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফরম পূরণের মাধ্যমে তারা দলে যোগ দেন।

অনুষ্ঠানে নতুন সদস্যদের হাতে ফুল ও সাংগঠনিক বই তুলে দেন জামায়াতের স্থানীয় নেতারা। যোগদানকারীদের মধ্যে নাইবুল ইসলাম ২ নম্বর তিরনইহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া ২০ জন বিএনপির কর্মী-সমর্থক ও বাকিরা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ বলে জানা গেছে।

এ ঘটনার পর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন প্রতিবাদ জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, নাইবুল ইসলামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ২ নম্বর তিরনইহাট ইউনিয়ন বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাইবুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিরনইহাট ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মো. মোজাফফর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হোসাইন, পঞ্চগড় শহর জামায়াতের সেক্রেটারি মো. নাসির উদ্দীন, তেঁতুলিয়া জামায়াতের আমির মাওলানা আবদুল হাকিম, সেক্রেটারি মো. হাবিবুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের তেঁতুলিয়া উপজেলা সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম।

নাইবুল ইসলাম বলেন, “নব্বইয়ের দশক থেকে আমি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে দ্বীনের পথে চলার প্রত্যয় থেকে আমি স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমার সঙ্গে আরও অনেকে যোগ দিয়েছে, কাউকে কোনোভাবে চাপ দেওয়া হয়নি।”

তিনি আরও জানান, “আমি শুক্রবার ইউনিয়ন বিএনপির সভাপতি আমান আলীর বরাবরে পদত্যাগপত্র জমা দিয়েছি এবং পরে জামায়াতে যোগ দিয়েছি।”

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, “নাইবুল ইসলাম ওয়ার্ড পর্যায়ের নেতা, বাকিরা বিএনপির কেউ নয়। তার বিরুদ্ধে আমরা দলীয় ব্যবস্থা নিয়েছি।”

জামায়াতে ইসলামী মনোনীত পঞ্চগড়-১ আসনের প্রার্থী ইকবাল হোসাইন বলেন, “বিএনপি নেতা নাইবুল ইসলামসহ ৪১ জন ইসলামের সেবায় নিজেদের সম্পৃক্ত করতে আন্তরিক ইচ্ছা থেকে জামায়াতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে বিএনপির সমর্থক ছাড়াও ব্যবসায়ী ও সাধারণ মানুষ রয়েছেন। আল্লাহ তায়ালা তাদের এই সিদ্ধান্ত কবুল করুন।”