ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণ মামলায় পাউবো প্রকৌশলী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৯:৩৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / 112

আটক প্রকৌশলী বায়েজিদুর রহমান

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ধর্ষন মামলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলী বায়েজিদুর রহমান আকন্দকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার নারায়নগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন নামমঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, গত ১৬ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৪২০ ধারায়

আসামির বিরুদ্ধে এক নারী বিয়ের প্রলোভনে ধর্ষন ও প্রতারনার অভিযোগ আনেন। বিষয়টি প্রাথমিক তদন্ত করে বায়েজিদুর রহমান আকন্দসহ আরো কয়েকজনের

বিরুদ্ধে মামলা হিসেবে রুজু করা হয়।মামলার অন্যান্য আসামিরা পলাতক, তাঁদেরকে গ্রেফতার অভিযান চলছে।

আসামী বায়েজিদুর রহমানের বাড়ী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে।

জানা গেছে, বায়েজিদুর রহমান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একাধিক প্রশাসনিক দায়িত্বে ছিলেন। বর্তমানে নারায়নগঞ্জের ড্রেজার বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পাশাপাশি প্রশাসন শাখার সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ ঘটনায় এখনো পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ধর্ষণ মামলায় পাউবো প্রকৌশলী কারাগারে

সর্বশেষ আপডেট ০৯:৩৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ধর্ষন মামলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলী বায়েজিদুর রহমান আকন্দকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার নারায়নগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন নামমঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, গত ১৬ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৪২০ ধারায়

আসামির বিরুদ্ধে এক নারী বিয়ের প্রলোভনে ধর্ষন ও প্রতারনার অভিযোগ আনেন। বিষয়টি প্রাথমিক তদন্ত করে বায়েজিদুর রহমান আকন্দসহ আরো কয়েকজনের

বিরুদ্ধে মামলা হিসেবে রুজু করা হয়।মামলার অন্যান্য আসামিরা পলাতক, তাঁদেরকে গ্রেফতার অভিযান চলছে।

আসামী বায়েজিদুর রহমানের বাড়ী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে।

জানা গেছে, বায়েজিদুর রহমান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একাধিক প্রশাসনিক দায়িত্বে ছিলেন। বর্তমানে নারায়নগঞ্জের ড্রেজার বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পাশাপাশি প্রশাসন শাখার সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ ঘটনায় এখনো পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।