দিঘীনালার বিভিন্ন পূজামণ্ডপে এনসিপি নেতৃবৃন্দ

- সর্বশেষ আপডেট ০৮:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / 92
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়ির দিঘীনালার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি জেলা নেতৃবৃন্দ। বুধবার ১ অক্টোবর বিকেলে দিঘীনালা উপজেলার পোয়াংপাড়া সদর-দিঘীনালা শিব মন্দির এবং মধ্য বোয়ালখালী মন্দিরসহ বেশ কয়েকটি পূজামণ্ডপে গিয়ে তারা সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে এনসিপি প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- আখলিমা আক্তার হীরা, বিপ্লব ত্রিপুরা, উজ্জ্বল কান্তি ত্রিপুরা, নিরপন চাকমা, অ্যালফিন চাকমা ও নিটু চাকমা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন দিঘীনালা উপজেলা ও ইউনিয়ন এনসিপি নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের সদস্যরা।
নেতারা বলেন, দুর্গোৎসব এখন শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সর্বজনীন আনন্দ উৎসব, যা সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সকল সনাতন ধর্মাবলম্বীর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।