ঢাকায় ফুচকা খেতে বের হলেন হানিয়া আমির

- সর্বশেষ আপডেট ০৯:২২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 74
সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। টিভি ও সিনেমা— দুই পর্দাতেই সমানভাবে আলো ছড়ানো এই তারকা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কড়া নিরাপত্তায় ঢাকায় পৌঁছান। শুক্রবার দুপুরে তিনি নিজের ফেসবুক পেজে ঢাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীতে পৌঁছেই বেশ সরব হয়ে ওঠেন হানিয়া। ইতোমধ্যে দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাই খ্যাত ইফতেখার রাফসানের সঙ্গে ফুচকা খেতে বের হন তিনি। আহসান মঞ্জিলে তাদের ফুচকা খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে ফুচকার স্বাদ ও অভিজ্ঞতা নিয়ে হানিয়ার উচ্ছ্বাস শেয়ার করতে দেখা যায়।
এর আগে ঢাকায় আসার পর হানিয়া একাধিক ছবি পোস্ট করে ভক্তদের জানিয়ে দেন তার অবস্থানের খবর। তিনি সবার উদ্দেশে সালাম জানিয়েও ছবি শেয়ার করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেবেন হানিয়া আমির। পরদিন ২১ সেপ্টেম্বর তিনি সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন। সফরকালে ভক্তদের সঙ্গেও বিভিন্ন মুহূর্ত ভাগ করবেন এই তারকা।