টেকনাফে ৩০ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

- সর্বশেষ আপডেট ১০:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 18
কক্সবাজারের টেকনাফে আবারও বাংলাদেশি জেলেদের অপহরণ করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
টেকনাফ পৌর বোট মালিক সমিতির তথ্য অনুযায়ী, বিকেলে ওই এলাকায় অন্তত ২০ থেকে ৩০টি মাছ ধরার ট্রলার মাছ শিকার করছিল। হঠাৎ দুইটি স্পিডবোটে করে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা এসে জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে পাঁচটি ট্রলারসহ অন্তত ৩০ জন জেলেকে ধরে নিয়ে যায় তারা।
ধরে নেওয়া ট্রলারগুলোর মধ্যে তিনটির মালিক টেকনাফ পৌর এলাকার এবং অপর দুইটির মালিক শাহপরীরদ্বীপের বাসিন্দা। খবর পেয়ে বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
কোস্টগার্ড সূত্র জানায়, তারা ঘটনাটি বিভিন্ন মাধ্যমে জেনেছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
এর আগে গত ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত একই এলাকায় ১৩টি ট্রলারসহ ৮১ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাদের অনেকের খোঁজ এখনও মেলেনি।
গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে মোট ৩২৫ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি নৌযান ফেরত এসেছে।