জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এতো সাহস দেখাতে পারত না
- সর্বশেষ আপডেট ০৭:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / 109
ইসরায়েলের সাম্প্রতিক ফিলিস্তিনবিরোধী হামলার প্রতিবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করেছেন, দলটির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এ ধরনের নিপীড়ন চালাতে সাহস পেত না।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে বিএনপির উদ্যোগে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। র্যালির আয়োজন করা হয় ফিলিস্তিনে চলমান সহিংসতার প্রতিবাদ ও নির্যাতিত মানুষের প্রতি সংহতি প্রকাশ করতে।
মির্জা আব্বাস বলেন, “ইসরায়েল কেবল ফিলিস্তিনের বিরুদ্ধেই নয়, পুরো মুসলিম বিশ্বকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অথচ মুসলিম বিশ্বের নেতৃত্বে থাকা দেশগুলো এ নিয়ে নিশ্চুপ রয়েছে।”
তিনি আরও বলেন, “ইরাক-ইরান যুদ্ধকালীন সময়ে জিয়াউর রহমান যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন, আজ তিনি বেঁচে থাকলে ফিলিস্তিন ইস্যুতে কার্যকর অবস্থান গ্রহণ করতেন। তখন ইসরায়েল এতটা আগ্রাসী হওয়ার সাহস দেখাত না।”
ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও দেখলে তা সহ্য করা যায় না বলেও উল্লেখ করেন তিনি।
জাতিসংঘকে উদ্দেশ করে তিনি বলেন, “এই অমানবিকতা বন্ধে জাতিসংঘ যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে সারা বিশ্বের মুসলমানদেরই ধ্বংসের মুখোমুখি হতে হবে।”
তিনি অভিযোগ করেন, “শুধু ইসরায়েল নয়, প্রতিবেশী অনেক রাষ্ট্রেও মুসলমানদের ওপর নির্যাতন চলছে। অথচ আমাদের রাষ্ট্র সেইসব ঘটনার প্রতিবাদ করছে না।”
র্যালিতে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “বিএনপি সবসময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। ফিলিস্তিন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য আমরা পাইনি। দেশের তথাকথিত সুশীল সমাজও এ নিয়ে নিশ্চুপ।”
তিনি অভিযোগ করে বলেন, “মুসলিম বিশ্ব দ্বিধাবিভক্ত। ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কিন্তু কেউ ফিলিস্তিনের পক্ষে কার্যকরভাবে এগিয়ে আসছে না। সবাই ব্যস্ত কেবল বিএনপিকে ঠেকাতে, ফিলিস্তিনের কথা ভাবার সময় নেই কারও।”






























