ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ, মারধরের শিকার বাবা–ভাই

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ১২:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / 43

ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ, মারধরের শিকার বাবা–ভাই

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবা ও ভাইকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। পরে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিদলাই দারুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় কয়েকজন তরুণ। এদের মধ্যে হৃদয় ও রাকিব নামে দুজনের নাম উল্লেখ করা হয়। বিষয়টি পরিবারকে জানালে বৃহস্পতিবার বিকেলে মিজানুর রহমান নামের ওই ছাত্রীর বাবা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরাসরি উত্ত্যক্তের দৃশ্য দেখেন এবং প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় ও রাকিবসহ কয়েকজন যুবক তাকে মারধর করে।

পরে খবর পেয়ে ছাত্রীটির ভাই রকিবুল ইসলাম ঘটনাটি জানতে চাইলে তাকেও আটক করে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, এক মাদ্রাসাছাত্রীকে বিরক্ত করার ঘটনায় প্রতিবাদ জানানোয় তার বাবা ও ভাইকে মারধর করা হয়েছে বলে শুনেছি। এ ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

ব্রাহ্মণপাড়া থানার তদন্ত পরিদর্শক টমাস বড়ুয়া জানান, ঘটনাটি এখনো আনুষ্ঠানিকভাবে শোনা হয়নি। তবে যেহেতু এটি ইভটিজিং সম্পর্কিত, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, আমি চেয়ারম্যানের কাছ থেকে বিষয়টি জেনেছি। ভুক্তভোগীদের থানায় গিয়ে দ্রুত অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ, মারধরের শিকার বাবা–ভাই

সর্বশেষ আপডেট ১২:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবা ও ভাইকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। পরে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিদলাই দারুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় কয়েকজন তরুণ। এদের মধ্যে হৃদয় ও রাকিব নামে দুজনের নাম উল্লেখ করা হয়। বিষয়টি পরিবারকে জানালে বৃহস্পতিবার বিকেলে মিজানুর রহমান নামের ওই ছাত্রীর বাবা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরাসরি উত্ত্যক্তের দৃশ্য দেখেন এবং প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় ও রাকিবসহ কয়েকজন যুবক তাকে মারধর করে।

পরে খবর পেয়ে ছাত্রীটির ভাই রকিবুল ইসলাম ঘটনাটি জানতে চাইলে তাকেও আটক করে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, এক মাদ্রাসাছাত্রীকে বিরক্ত করার ঘটনায় প্রতিবাদ জানানোয় তার বাবা ও ভাইকে মারধর করা হয়েছে বলে শুনেছি। এ ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

ব্রাহ্মণপাড়া থানার তদন্ত পরিদর্শক টমাস বড়ুয়া জানান, ঘটনাটি এখনো আনুষ্ঠানিকভাবে শোনা হয়নি। তবে যেহেতু এটি ইভটিজিং সম্পর্কিত, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, আমি চেয়ারম্যানের কাছ থেকে বিষয়টি জেনেছি। ভুক্তভোগীদের থানায় গিয়ে দ্রুত অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।