ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রী রিমান্ডে
- সর্বশেষ আপডেট ০৩:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / 73
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য আলোচিত ‘ছাগলকান্ডের’ মতিউর রহমান এবং তার স্ত্রী, নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। তারা কারাগার থেকে আদালতে হাজির হন এবং বেলা ২টা ৩৫ মিনিটে তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়।
শুনানিতে দুদকের পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম রিমান্ডের পক্ষে বক্তব্য দেন। আসামিপক্ষে আইনজীবী ওয়াহিদুজ্জামান (লিটন ঢালী) রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা এবং দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার তাদের তিন দিনের রিমান্ডের জন্য আবেদন করেছিলেন।

































