ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গিকা চৌধুরীর অনুসারীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৯:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 37

গিকা চৌধুরীর অনুসারীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী মোহাম্মদ আবদুল হাকিমকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে গাড়িতে থাকা আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল হাকিম (৬৫) রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি ২০২৪ সালের পরে রাউজানে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তবে দলীয় কোনো পদ ছিল না। আবদুল হাকিম ভেষজ পণ্যের ব্যবসা ও গরুর খামার পরিচালনা করতেন।

স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে আবদুল হাকিম তার গ্রামের খামারবাড়ি থেকে একজন সহযোগীর সঙ্গে ব্যক্তিগত গাড়িতে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। মদুনাঘাট এলাকায় পৌঁছালে একদল মোটরসাইকেল আরোহী অস্ত্রধারী তাদের গাড়ির পিছু নেয় এবং পানি শোধনাগার এলাকায় গুলি চালায়। দুজন গুলিবিদ্ধ হন, যার মধ্যে আবদুল হাকিম মারা যান। অপর গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ জানান, গুলিবিদ্ধদের হাসপাতালে নেয়ার পথে আবদুল হাকিম মারা যান। তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, রাউজানে গত ৫ আগস্টের পর সহিংসতায় মোট ১৩টি হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে ১০টি রাজনৈতিক উদ্দেশ্যে সংঘটিত। এ সহিংসতায় ৩০০-এর বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গিকা চৌধুরীর অনুসারীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

সর্বশেষ আপডেট ০৯:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী মোহাম্মদ আবদুল হাকিমকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে গাড়িতে থাকা আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল হাকিম (৬৫) রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি ২০২৪ সালের পরে রাউজানে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তবে দলীয় কোনো পদ ছিল না। আবদুল হাকিম ভেষজ পণ্যের ব্যবসা ও গরুর খামার পরিচালনা করতেন।

স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে আবদুল হাকিম তার গ্রামের খামারবাড়ি থেকে একজন সহযোগীর সঙ্গে ব্যক্তিগত গাড়িতে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। মদুনাঘাট এলাকায় পৌঁছালে একদল মোটরসাইকেল আরোহী অস্ত্রধারী তাদের গাড়ির পিছু নেয় এবং পানি শোধনাগার এলাকায় গুলি চালায়। দুজন গুলিবিদ্ধ হন, যার মধ্যে আবদুল হাকিম মারা যান। অপর গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ জানান, গুলিবিদ্ধদের হাসপাতালে নেয়ার পথে আবদুল হাকিম মারা যান। তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, রাউজানে গত ৫ আগস্টের পর সহিংসতায় মোট ১৩টি হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে ১০টি রাজনৈতিক উদ্দেশ্যে সংঘটিত। এ সহিংসতায় ৩০০-এর বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছেন।